আবীর ভট্টাচার্য্য চক্রবর্তী
তবু জীবন, মধু জীবন
১.
একটি মেয়ে কন্যা-জন্মে আদর সুখে ভাসে
সখের পুতুল,শ্লেট পেন্সিল;গলা জড়িয়ে হাসে।
সময় পেরোয় …ঋতুবদল,ঘরবদলও ক্রমে
মানিয়ে নেওয়া, মেনে নেওয়ার নুড়িপাথর জমে।
ঘরকন্না,ওলট পালট, জীবন সঞ্চয়
কথায় বলে,নারীর গুণে সংসারের পয়।
মেয়েদেরও কি ইচ্ছে থাকে! বলে না অকপটে
পারাপারের সময়টুকু দৌড়ঝাঁপে কাটে।
তবু জীবন,নারী জীবন পরম্পরা যাচে
প্রতি জন্মে শ্রেয় যাপনে বারংবার বাঁচে।
বাবার স্নেহ,প্রিয়ের প্রীতি পেরিয়ে অনিঃশেষে
মাতৃ-জন্মে ধন্য জীবন, শুধুই ভালোবেসে…
🍂
২.
আদরগুলো প্রাত্যহিকী শাষনে বেঁধে রেখে
নিত্যদিন সাজায় স্নেহে নাব্য জীবন পাঠ
ঈশানীমেঘে গহীনতৃষ্ণ দিব্য আলো মেখে
অত্যাগসহন ভালোবাসার সেই সাবেকী ঠাট!
যথাবিহিত বর্ষগমন সময়পথে ফেরে
শিউলীগুলি জন্মসুখে বিকাশমুখী আজ
কার হাসিটি তাদের মতোই গন্ধমোহে ঘেরে
সিঞ্জিনীতে ফুটিয়ে তোলে মেঘলা খাম্বাজ।
দুঃখে সুখে ভরানো এই নবজীবন গানে
জীবন ভরে উথলে উঠে মেধার সঞ্চার
অপরাপর মধুর হয়ে দারুন কলতানে
0 Comments