জ্বলদর্চি

দুটি কবিতা /দীপঙ্কর সাঁতরা

দুটি কবিতা 
দীপঙ্কর সাঁতরা 

ছায়ারা

পৃথিবীতে নিরাপদ কোন ছায়া নেই 
ফলে আমার কোন ঈশ্বর নেই 
একই কারণে ঈশ্বরের কোন আমি নেই 
ঈশ্বর এবং আমি র মাঝখানে
 কি সুন্দর জান্নাতি কিশোর সারা গায়ে বেঁধে নিচ্ছে বোমা 

আর ওদিকে মৃত্যুপথযাত্রী এক বৃদ্ধ আরো কিছুদিন বেঁচে থাকার জন্য  আর্তনাদ করছে
ঈশ্বর এবং আমি র মাঝখানে পেঁচা জেগে আছে সারারাত

 ধূসর জ্যোৎস্নায় জেগে আছে ছায়ারা

🍂


ক্ষরণ 


আমার জন্মের আগেই শহরের দেয়ালে দেয়ালে লেগে থাকা রক্তের দাগ মুছে ফেলেছে ওরা 
এখন ক্ষরণ আরও তীব্র, আরও দীর্ঘস্থায়ী 

তবে সেটা শরীর বলয়ে 
দেহের ভিতরে মারে 

মেরে মেরে  ভয়াবহ মরণ যন্ত্রণা দেয় 
মরতে দেয় না।

Post a Comment

0 Comments