ভবেশ মাহাত
ভিন্ন রকম ধর্ম
যেমন খেলে হরিণ শিশু বাঘের ছানা
তেমন খেলা আমরা কেন খেলছিনা।
যেমন ঘোরে পাখির ছানা এদেশ ওদেশ
নেইকো ভিসা কোনো দিশা কারোর আদেশ।
এই পৃথিবী ঘুরছে যেমন চাঁদের মতো
কী কারনে আমরা যেন ঘুরছি না তো!
সাগর যখন আগলে রাখে জল'কে নদীর
আমরা কেন অপেক্ষাতে একটা যদি'র!
এগিয়ে এসে রাখুননা ভাই হাতটা হাতে
কী আসে যায় ভিন্ন রকম ধর্ম তাতে?
🍂
জলীয়বাষ্প, মেঘ, বৃষ্টি ও আমি
যেভাবে আকাশে মেঘ জমছে অহরহ
নিশ্চিতভাবে আমি আরও বেশি একাকী হব।
হয়তো শুধুমাত্র বৃষ্টির একটা ফোঁটা
আমার দৃষ্টি ঘোরানোর চেষ্টা করবে,
আমি তখনও তোমার কথা ভাবতে ভাবতে
দুচোখ বেয়ে আরও কয়েক ফোঁটা জল আসবে।
দৃষ্টি ঝাপসা হয়ে আসার পর
নিজেকে হারিয়ে ফেলবো গহীন অন্ধকারে।
এভাবে একসময় বৃষ্টি নামবে আমার শরীর বেয়ে
আমি নীল ছায়ার উপকথা লিখতে লিখতে
কখন ভিজে একসা হয়ে উঠবো
তার খবর জানবে না কেউ। ঠিক এভাবেই
1 Comments
অত্যন্ত খাজা কবিতা
ReplyDelete