অজিত দেবনাথ
হেমন্ত
এই শিশির সিক্ত আকাশের নীচে দাঁড়ালে
সুগন্ধি হেমন্তের ঘ্রাণ ছড়িয়ে পড়ে
ধানের পিঠে, ঘাসের বুকে জড়িয়ে থাকা এক-একটা জোনাকির চূর্ণবিচূর্ণ আলো
মন উদাস করা ধুলোর ধূসরতা
আর গাছের মলিন পৃষ্ঠায় লেগে থাকা ঝুপসি অন্ধকার
মফসসলের পথ ধরে ছুটে আসা চড়ুই পাখির স্বপ্নঘুম
তারা-খসা পৃথিবীর এইসব নিবিড় নির্জন হেমন্তের রংমশাল
বিন্দু বিন্দু ঝরে ধানের সুস্বাস্থ্য শীষে
কার্তিকের মাঠ দাঁড়িয়ে থাকে ফসলের ব্রতকথায়
শালিকের পাতায় ছাওয়া ঘর অলক্ষ্যে তাকিয়ে থাকে কোনও পূণ্যতোয়া বালুচরে
আর বৃত্তাকার রোদ পাশ ফিরে শোয় বিষাদকণার নির্মোহে।
🍂
স্বপ্ন-সেতু
মনে পড়ে সেই ঝুরোঝুরো বৃষ্টির কথা
কার্নিশে লেগে থাকা পুরোনো বিকেলের রোদ
শ্রাবণ-ভেজা কাশফুলের উড়ন্ত স্মৃতি
এলোমেলো ভাবনায় জড়িয়ে থাকা একেকটা প্রতীক্ষার সিঁড়ি
গভীর ঘুমের ভিতরে পথিকের পদচিহ্ন
পথের উদ্যানে সেই সব আশ্চর্য ভ্রমণ দর্পণ
কোন মন খারাপের উড়ান-পথ ধরে হেঁটে যায় বৃষ্টির গল্পকথা
তারপর একটুকরো রোদ এসে তাকিয়ে থাকে মনখারাপের তৃষ্ণা জড়িয়ে
আর ভাঙা পাঁচিলের উপর সূর্যাস্তের ছড়ানো ছিটানো আলো
মনে পড়ে এই ঈষদুষ্ণ স্বপ্ন-সেতুর কথা।
0 Comments