জ্বলদর্চি

দুটি কবিতা /স্বস্তিকা ধর

দুটি কবিতা 
স্বস্তিকা ধর



সুন্দর ১


এখানে হৃদয় ঠকানো , কাজরী , কাকচক্ষু কুয়ো
মোটা রশি রেখেছে ডুব-ডুবির ডুবে যাওয়া আশে

যাহঃ - পাতাল 

বাতাসের বুদ্বুদ, বায়বীয় বকলমে বিনষ্ট বিকারে 
হাঃ - মাতাল !

কাছে এসেছো কি আসোনি , সেরকম স্পষ্ট স্থির সপাট 
ওহ - সুজন?

জড়ামরি জীবনের রং দড়াদড়ি, দাপটের দান - দেদার দেনায় 
ছিঃ - অচ্ছুৎ রতন 

রত্ন পেটিকা , প্রমুখ প্রলোভন প্রাপ্ত প্রিয় ....
শরীর শান্ত নীর, শীতল শ্লাঘাশিল্প -
                                            সুন্দর তুমিও ,জানিও                                          সুন্দর , তুমিও মানিও 

এখুনি হৃদয় ঠকানো সুন্দরে অনীহা অশালীন ?
বায়বীয় ডুবে যাওয়া আগাছা শ্লাঘায় রুখে দিন I

🍂


সুন্দর ২


পায়ের পাতায় পিরীতি পরবাস; বঁধু
জাল ফেলেছে আঁশবতী, চৌকস 
মধু ? মরণ ! মৌলা মদের মক্ষি 
যন্ত্রপুরীর যতনপ্রিয়া  জাদু-যোগীন যক্ষী 
রাত রাঙানো রিনরিনে আবদারে 
হাজার মাইল হণ্যে হবার হল্লা 
পম-পেঁচারা চাঁদ বেঁধেছে পিঠে 
মঞ্জরী মন, মাথার মিশেল , মন্তাজে কামাল ! 
চাতক চোর চীর হরণে চললো 
বলছি, বুলবুলিদের , বলবেনা বলছিলে ?
রবাব ঋণী; রূপসাগরের রং চটানো রীতি 
রাতের ' রাজি ' রাত করেছে , কাল !

Post a Comment

0 Comments