কালিমান্তান (বোর্ণিও)-র লোকগল্প (সবজান্তা চিংড়ির সর্বনাশ)/চিন্ময় দাশ

দূরদেশের লোকগল্প—কালিমান্তান (বোর্ণিও ) চিন্ময় দাশ সবজান্তা চিংড়ির সর্বনাশ সমুদ্রে ঘেরা দেশ বোর্ণিও। যেদিকে তাকাও, শুধু জল আর জল। সেই জলের মাঝে ছড়ানো ছিটানো টুকরো-টাকরা সব দ্বীপ। বোর্ণিও দ্বীপটা অবশ্য বেশ বড়সড়। এখন তো এই দ্বীপের পূবদিকটা মালয়েশিয়া, আর দক্ষিণ ইন্দোনেশিয়ার অধিকারে আছে। কিন্তু আমাদের আজকের এই গল্প, এইসব দখলদারির বহু বহু কাল আগের কথা। বোর্ণিওর উত্তরে আছে দক্ষিণ চীন সাগর আর দক্ষিণে জাভা সাগর। বোর্ণিওর সেন্ট্রাল কালিমান্তান রাজ্যটা এই জাভা সাগর ঘেঁষা। কালিমান্তানের একেবারে দক্ষিণের অংশে আছে সেবাঙ্গাউ ন্যাশনাল পার্ক। মনে হবে যেন, জাভা সাগর ফুঁড়ে উঠে এসেছে ঘণ জঙ্গলটা। একবার হয়েছিল কী, ভয়াণক আগুন লেগে গিয়েছিল জঙ্গলে। বনের কত প্রাণী যে পুড়ে মরেছিল সেই দাবানলে, তার কোন লেখাজোখা নাই। কিছু পুড়ে মরেছে, কিছু প্রাণ নিয়ে পালিয়েছিল উত্তরের পাহাড়মুখো হয়ে। সে ভারী মর্মান্তিক ঘটনা ঘটেছিল। পোড়া ছাই ছাড়া, গাছপালা নাই বিশাল এলাকা জুড়ে। নাই কোন জীবজন্তু। শূণ্য খাঁ-খাঁ প্রান্তর, দিগন্তরেখা পর্যন্ত ছড়ানো। চোখ পড়লেই বুক ফেটে যাওয়ার কথা। কিন্তু দেখে ভারি মজা হোল সমুদ্রের মাছেদের।