জ্বলদর্চি

পূর্বমেদিনীপুর জেলার মৎস্যজীবী সম্প্রদায়ের কথ্যভাষা - ৭/ বিমল মণ্ডল


Spoken language of the fishing community of East-Medinipur district / Bimal Mondal

পূর্বমেদিনীপুর জেলার মৎস্যজীবী সম্প্রদায়ের কথ্যভাষা

বিমল মণ্ডল 
        
পর্ব-৭

ধ্বনিতত্ত্ব(Phonology)  

৩.৩.ধ্বনির রূপান্তর-
এই জেলার মানুষের উপভাষা বিভিন্ন কারণে পরিনত হয়। যাঁরা মাঝ সমুদ্রে মাঝ ধরতে যায় তাঁদের সঙ্গে অন্য জেলার মানুষের কথোপকথনের মধ্য দিয়ে নানান ভাবে ধ্বনির উচ্চারণ পাল্টে যায়।আবার কেউ ব্যবসায়ী সূত্রে শিক্ষিত - অশিক্ষিত মানুষদের কথাবার্তার সময় উচ্চারণ আলাদা হয়ে যায়। আবার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বসবাস কালে কথ্যভাষা পরিবর্তন হয়ে যায়। সেই দিক থেকে এখানে বাংলা ভাষার ধ্বনির রূপান্তরের মতো নানান পরিবর্তন পরিলক্ষিত হয়। যেমন-

৩.৩.১. স্বরসঙ্গতি-
এই জেলার সংগৃহীত কথ্যভাষায় স্বরসঙ্গতিতে প্রগত, পরাগত, মধ্যগত ও পারস্পরিক বা অন্যোন্য স্বরসঙ্গতি খুঁজে পাওয়া যায়। তা হলো- 

 ক. অ+এ=এ+এ-
তবে> তেবে, মনে>মেনে,সবে>সেবে, অকে>একে, 

 খ. ই+আ=ই+এ-
শিকা>শিকে, পিঠা>পিঠে, গিয়া>গিয়ে, ইচ্ছা>ইচ্ছে, টিয়া>টিয়ে, মিথ্যা>মিথ্যে , 
গ. উ+আ=উ+ও-
খুড়া>খুড়ো, মুঠা>মুঠো,  চুলা>চুলো, তুলা>তুলো, ধুনা>ধুনো, হুঁকা>হুঁকো, দুটা>দুটো, মুলা>মুলো,দুর্বা>দুব্বো

ঘ.অ+আ=এ+আ-
কলা>কেলা, পলা>পেলা, 
ঙ.অ+অ=অ+ও-
গরম>গরোম, খবর>খবোর, শহর>শহোর, ভজন>ভজোন, নকল>নকোল, বদল>বদোল 
চ.আ+অ=আ+ও-
কাগজ>কাগোজ, আসল>আসোল,  
ছ.ই+অ=ই+ও -
পিতল>পিতোল, নিয়ম>নিয়োম, 
জ.ঔ+আ=ঔ+ও-
চৌকা>চৌকো, নৌকা>নৌকো, মৌজা>মৌজো,    
ঝ.উ+আ=উ+উ-
উনান>উনুন, কুড়াল>কুড়ুল, ধুনাচি>ধুনুচি, 
ঞ.উ+অ=উ+ও-
পুত্র>পুত্তুর, উঠ>উঠু, শুদ্র>শুদ্দুর, 

ট.ই+আ=ই+ই-
বিনা>বিনি, হিসাব>হিসিব, খিলা>খিলি, ভিখারি>ভিখিরি,   জিলাপি>জিলিপি,   

ঠ. উ+আ=ও+আ-
বুঝা>বোঝা, শুনা>শোনা, ভুলা>ভোলা, গুণা>গোনা, ডুবা>ডোবা  
ড. ই+আ=এ+আ
লিখা>লেখা, মিলা>মেলা, ফিরা>ফেরা, ঢিলা>ঢেলা, ছিঁড়া>ছেঁড়া, শিয়াল>শেয়াল

  ঢ.আ+ই=ই+ই -
সন্ন্যাসী>সন্নিসি, 
ণ.এ+ই=ই+ই-
বেটি>বিটি, এটি>এইটি, সেটি>সেইটি, দেশি>দেশি, দেই>দিই, 
ত.অ+ই=ও+ই-
করি>কোরি, পড়ি>পোড়ি, কড়ি>কোড়ি, ঘটি>ঘোটি, পথিক>,পোথিক, 
থ.অ+উ= ও+উ-
মধু>মোধু 
দ.এ+আ=অ্যা+ আ -
ডেরা>ড্যারা, একলা>অ্যাকলা, ঠেলা>ঠ্যালা, বেলা>ব্যালা, 
ধ. এ+এ=অ্যা+এ -
দেখে>দ্যাখে, মেগে>ম্যাগে, রেগে>র‍্যাগে 
ন.এ+ও=অ্যা+ও -
গেলো>গ্যালো, খেলো>খ্যালো, মেলো>ম্যালো 
ত.অ্যা+আ=এ+ই-
প্যাঁচা>পেঁচি/পেচি, ব্যাটা>বেটি, জ্যেঠা>জেঠি, ন্যাকা>নেকি, খ্যাপা>খেপি  

 ৩.৩.২- স্বর অ-সঙ্গতি-
এই জেলার মৎস্যজীবীদের কথ্যভাষায় যে উপভাষা পাওয়া যায়  তা কিছু কিছু সমস্বর প্রায়শই বিষমস্বরে পরিবর্তন দেখা যায়। তবে এই অসঙ্গতি খেজুরী, নন্দীগ্রাম, কাঁথি, সুতাহাটা অঞ্চলজুড়ে সমস্ত শ্রেণির মানুষের মৌখিক কথ্যভাষায় পাওয়া যায়। যেমন-

ক.আ+আ=আ+উ-
কাকা>কাকু, দাদা>দাদু, তামাক>তামুক, হাবা>হাবু, বাবা>বাবু, মামা>মামু 

খ.আ+আ=আ+ই-
থালা>থালি, আড়া>আড়ি, গালা>গালি, 
গ.অ+অ= অ্যা+এ-
অলস>অ্যালসে, 
ঘ.অ+অ=অ+ও-
যখন>যখোন, তখন>তখোন,  
ঙ.এ+এ=ই+ই-
কেনে>কিনি, চেনে>চিনি 
চ.ও+আ=উ+উ-
খোকা>খুকু, পোঁটলা>পুঁটুলি, ভোলা>ভুলু
ছ.ও+আ=উ+ই-
বোঁচকা>বুঁচকি, ছোরা>ছুরি, গোলা>গুলি     


৩.৩.৩.  সমীভবন-
এই জেলার উপভাষায় সমীভবন যেমন লক্ষ্য করা  যায়, ঠিক তেমনি সমীভবনের বিপরীত প্রক্রিয়া বিষমীভবনের আধিক্য এই জেলার কথ্যভাষায় প্রায়শই দেখা যায়। যেমন-

একগুঁয়ে>এক্কাগুঁয়া,  থুত্থুরে>থুথ্থুরে,    ছপরখাট>ছপ্পরখাট, ডোমরা>ডোম্মরা , কাতলা>কাত্ তলা,    খাবোড়>খাব্বোড়,খাটাখাটুনি>খাট্টাখাটুঞি, চোঙা>চোঙগা, ইলিশ>ইল্লিশ, চিহ্ন>চিন্ন,দুর্বা>দুর্ব্বো, ধরনা>ধন্না, বার্তা>বাত্তা, শিরনি>শিন্নি, পূর্ব>পুব্ব,  

৩.৩.৪. বিষমীভবন- 
নোনা>লোনা, ললাট>নলাট, লাঙ্গল>নাঙল,লোক>নোক,লাল>নাল, তরোয়াল>তলোয়ার, কুকুর>কুত্তা, ন্যাঙটা>ল্যাঙটা,  নেবু>লেবু, লুচি> নুচি 

৩.৩.৫. ঘোষীভবন-
মৎস্যজীবীদের কথ্যভাষায় বেশ কিছু ধ্বনির উচ্চারণে বাংলায় ধ্বনি পরিবর্তনে অঘোষ ধ্বনি সঘোষ ধ্বনিতে আবার সঘোষ ধ্বনি অঘোষ ধ্বনিরে রূপান্তরিত হয়। এই জেলার উপভাষায় এমনই  উচ্চারণ প্রায়শই পরিলক্ষিত হয়।  যেমন-

ক.    বর্গের প্রথম ধ্বনি>তৃতীয় ধ্বনি-
কাক>কাগ, ছাত>ছাদ, রাত>রাদ, ধপধপে>ধবধবে, একঘরে>এগঘরে, লোক>লোগ,বাপবেটা>বাববেটা, 

 খ.বর্গের প্রথম ধ্বনি>তৃতীয় ধ্বনি-
বৈশাখ>বৈশাক>বৈশাগ, এক>এগ,

৩.৩.৬.অঘোষীভবন-
এই জেলায় আঞ্চলিক কথ্য ভাষায় অঘোষীভবনের  পরিবর্তন হলো-

ক.বর্গের তৃতীয়ধ্বনি>প্রথম ধ্বনি-
বীজ>বিচি,বাবু>বাপু, অবসর>অপসর, রাগকরা>রাককরা,কাজ>কাচ, 

খ.বর্গের তৃতীয় ধ্বনি>দ্বিতীয় ধ্বনি-
লোব<লোফ <লোপ, ছাদ<ছাথ<ছাত
গ.বর্গের চতুর্থ ধ্বনি>প্রথম ধ্বনি-
মেঘ>মেক, সাঁঝ>সাঁচ। 
(চলবে)
-------------------
আরও পড়ুন 
জ্বলদর্চি পেজ-এ লাইক দিন।👇



Post a Comment

0 Comments