জ্বলদর্চি

২৯ জুন ২০২০


আ জ কে র  দি ন
-------------------------
আজ 29th June, 2020
বাংলায় ১৪ই আষাঢ়, ১৪২৭

আজ, জাতীয় রাশিবিজ্ঞান দিবস। প্রশান্তচন্দ্র মহলানবীশের জন্মদিন। ইনি ভারতে রাশিবিজ্ঞানের প্রচার ও প্রসার করেন। তাই তাঁর কৃতিত্বের কথা স্মরণ করে ২৯ শে জুন জাতীয় রাশিবিজ্ঞান দিবস  হিসেবে পালন করা হয়।

আজ, প্রখ্যাত শিক্ষাবিদ আশুতোষ  মুখোপাধ্যায়  এর জন্মদিন। কর্তব্যপরায়ণ, কর্মপ্রিয়, বিচক্ষণ ও নিষ্কম্প স্বভাবের ছিলেন। 'বাংলার বাঘ' হিসেবে খ্যাত।

আজ, কবি-নাট্যকার মাইকেল মধুসূদন  দত্তের মৃত্যু দিন। স্বনামখ্যাত এই কবি বাংলা সাহিত্যে প্রতিষ্ঠা করেছেন প্রকৃত অর্থে আধুনিকতা। মাত্র ৪৯ বছর  বয়সে কর্পদকহীন অবস্থায় মারা যান।

মনীষী  উবাচ: 
সকলেরই মধ্যে এক জায়গায় বাস করে থাকে একটা  বোকা, সেইখানে ভালো  করে বোকামি চালাতে পারলে মানুষকে বশ করা সহজ হয়। (রবীন্দ্রনাথ  ঠাকুর)
-----------------------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার
 

Post a Comment

0 Comments