জ্বলদর্চি

৩০ জুন ২০২০


আ জ কে র  দি ন 

আজ 30th June, 2020
বাংলায় ১৫ই আষাঢ়, ১৪২৭

আজ, ঐতিহাসিক হুল দিবস।
হুল মানে বিদ্রোহ। সিপাহি  বিদ্রোহেরও আগে ১৮৫৫ সালের আজকের দিনে আনুমানিক ত্রিশ হাজার সাঁওতাল  বীরভূমের ভাগনাডিহির মাঠে বিশাল সমাবেশে ঐক্যবদ্ধ হয়েছিল। ভারতবর্ষের মাটি সেদিন প্রথম গণ পদযাত্রায় কেঁপে  উঠেছিল। তাঁদের সেই ভূমিকা স্মরণ  রাখতেই আজকে হুল দিবস পালন করা হয়।

আজ,  International  Asteroid  Day.
1908 সালে আজকের দিনে রাশিয়ার  টাংগাস্কা নদী তীরবর্তী  বনভুমিতে বিশাল এক উল্কাপিণ্ড এসে পড়ে। ফলস্বরূপ ২১৫০ বর্গ কি.মি বনভূমি ধ্বংস হয়ে যায়। মহাজাগতিক  সর্বনাশ থেকে পৃথিবীর ভবিষ্যৎ  সম্প্রদায়কে রক্ষা করতে আজকের দিন astroid  day হিসেবে   উদযাপন  করা হয়।

মনীষী উবাচ:
আত্মাভিমানের দ্বারা অন্যকে খণ্ডিত করিয়া দেখিলে তাহার দোষত্রুটি বড়ো হইয়া উঠে; ভাবের দ্বারা, প্রেমের দ্বারা সম্পূর্ণ করিয়া  দেখিলে  সে- সমস্ত কোথায় অদৃশ্য  হইয়া যায়!(রবীন্দ্রনাথ ঠাকুর)
---------------------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার
 

Post a Comment

0 Comments