জ্বলদর্চি

দিনের শেষে / ১২ জুলাই ২০২০


দিনের শেষে 
১২/৭/২০২০


১) গোটা দুনিয়ায় প্রায় ১০০টির বেশী গবেষণাকেন্দ্রে করোনা-র ভ্যাকসিন আবিষ্কার নিয়ে গবেষণা চলছে, এর মধ্যে বেশিরভাগ ইউরোপ ও আমেরিকায়! 

২) সুইৎজারল্যান্ড থেকে বিশেষ যন্ত্র আসছে রাজ্যে, দিনপ্রতি ১ লক্ষ করোনা টেস্টিং হবে! 

৩) বিক্রম শেঠের কাহিনী অবলম্বনে মীরা নায়ারের পরিচালনায় "আ সুইটেবল্ বয়"- এর ট্রেলার মুক্তি পেল। 

৪) সাম্প্রতিক বাঘসুমারী অনুযায়ী দেশে বাঘের সংখ্যা বাড়ছে! 

৫) বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শদাতা হলেন ঢাকার বিজ্ঞানী সেঁজুতি সাহা
-------------------------------------------------------

Post a Comment

0 Comments