জ্বলদর্চি

১০ জুলাই ২০২০

আ জ কে র  দি ন 

10th July 2020

বাংলায় ২৫ আষাঢ় ১৪২৭ শুক্রবার 

আজ, প্রথিতযশা  ক্রিকেটার সুনীল গাভাস্কারের জন্মদিন। জ্বলদর্চির সমস্ত সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা ও সুস্থ জীবন কামনা করি। 

আজ, মুহম্মদ শহীদুল্লাহের জন্মদিন।একজন স্মরণীয় বহুভাষাবিদ। বিখ্যাত গ্রন্থ : বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত।

আজ, মতি নন্দীর জন্মদিন। স্টাইকার, কোনি ইত্যাদি তাঁর লেখা গ্রন্থ নিয়ে বাংলা চলচ্চিত্র নির্মিত হয়েছে।

বাংলার প্রখ্যাত গণিতজ্ঞ কেশবচন্দ্র নাগের জন্মদিন। বাংলা ভাষায় তাঁর রচিত অঙ্ক বই আজও বহুল প্রচলিত।

মনীষী উবাচ :

শাস্তি পরের নিকট হইতে অপরাধের প্রতিফল, প্রায়শ্চিত্ত নিজের দ্বারা অপরাধের  সংশোধন। (রবীন্দ্রনাথ ঠাকুর)
----------------------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার
 

Post a Comment

1 Comments

  1. AnonymousJuly 10, 2020

    জলদর্চি পড়ে ঋদ্ধ হচ্ছি।

    ReplyDelete