জ্বলদর্চি

১১ জুলাই ২০২০


আ জ কে  র  দি  ন 

11 July  2020

বাংলায়- ২৬ আষাঢ় ১৪২৭ শনিবার

আজ, বিশ্ব জনসংখ্যা দিবস। রাষ্ট্রসংঘ কর্তৃক নির্দেশিত। কোনও দেশের জনগণ সে দেশের সম্পদ বিবেচিত হলেও অতিরিক্ত জনসংখ্যা দেশের বোঝাস্বরূপ। 
আজ, ঝুম্পা লাহিড়ীর জন্মদিন। বিখ্যাত গ্রন্থ: Interpreter of Maladies, The Namesake, The Lowland ইত্যাদি। 2000 সালে Interpreter of Maladies এর জন্য পুলিৎজার পুরস্কার পান। জন্মদিনে 
শুভেচ্ছা ও শুভকামনা  জানাই জ্বলদর্চির পক্ষ থেকে।

আজ, 'কালের কলস', 'সোনালি  কাবিন','লোক  লোকান্তর' প্রভৃতি  কাব্যগ্রন্থের রচয়িতা আল মাহমুদের জন্মদিন। বাংলাদেশের  স্বাধীনতাযুদ্ধের অন্যতম পথিকৃৎ। 'দৈনিক গণকণ্ঠ ' পত্রিকার সম্পাদক ছিলেন।

আজ, ৫৪ তম জ্ঞানপীঠ পুরস্কার ও সাহিত্য  আকাদেমি পুরস্কার প্রাপক অমিতাভ ঘোষের জন্মদিন। শুভেচ্ছা ও শুভকামনা।The shadow Lines, The Hungry Tide ইত্যাদি  তাঁর বিখ্যাত সব গ্রন্থ।

মনীষী উবাচ 
শ্রেষ্ঠ  জিনিসটি তারাই পারে, যারা স্বপ্ন দেখার সঙ্গে -সঙ্গে পরিশ্রম  করে।(এ.পি.জে.আবদুল  কালাম)
----------------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার 

Post a Comment

1 Comments

  1. জানছি অজানা তথ্য। শুভকাম।

    ReplyDelete