জ্বলদর্চি

দিনের শেষে / ১০ জুলাই ২০২০



১০/৭/২০২০

১) আজ অনলাইনে প্রকাশিত  হল আই সি এস ই এবং আই এস সি পরীক্ষার ফলাফল। 

২) থাইল্যান্ড-এর এক সংস্থার  সমীক্ষা অনুযায়ী বিশ্বে চীনা হ্যাকারদেরই আধিপত্য! 

৩) দেশে করোনা আক্রান্তের দৈনিক রেকর্ড গড়া অব্যাহত! 

৪) মধ্যপ্রদেশের রেওয়া জেলায় ভিডিও কনফারেন্সের  মাধ্যমে এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

৫) প্রথম অনলাইন বোর্ড মিটিং-এ সিদ্ধান্ত হল, নতুন দলের নাম এ টি কে -মোহনবাগান এফ সি! জার্সির রং সবুজ-মেরুন এবং লোগো পালতোলা নৌকা! 

৬) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত:-
শান্তিনিকেতনে এবারের পৌষমেলা ও বসন্তোৎসব বন্ধ  থাকবে।
-------------------------------------------------------
'দিনের শেষে' পাওয়ার জন্য  জ্বলদর্চি আপ ডাউনলোড করে নিন আপনার মোবাইলে।     

Post a Comment

0 Comments