জ্বলদর্চি

২ জুলাই ২০২০

আ জ কে র  দি ন 

2nd July  2020
১৭ই আষাঢ় ১৪২৭

আজ, অমৃতলাল বসুর মৃত্যুদিন। ব্রিটিশ আমলে বাংলার অন্যতম শ্রেষ্ঠ নট ও নাট্যকার। লেখনী ও অভিনয়গুণে তিনি রসরাজ নামেও পরিচিত ছিলেন।উল্লেখযোগ্য গ্রন্থ : বিবাহ বিভ্রাট, ব্যাপিকা  বিদায়, চাটুজ্যে ও বাঁড়ুজ্যে ইত্যাদি। 

আজ, মার্কিন সাহিত্যিক  ও সাংবাদিক  আর্নেস্ট হেমিংওয়ের প্রয়াণ দিবস। নির্মেদ  লেখনীর গুণে তিনি  সাহিত্যে নোবেল (1954) পান। এই লেখনী কৌশল মার্কিন সাহিত্যে আইসবার্গ তত্ত্ব নামে পরিচিত। উল্লেখযোগ্য গ্রন্থ : The Old Man and The Sea, The Sun Also rises ইত্যাদি। 

মনীষী উবাচ:
জীবনের আরম্ভকালে বিকৃতির সমস্ত কৃত্রিম কারণ হইতে স্বভাবকে প্রকৃতিস্থ রাখা নিতান্ত আবশ্যক। ( রবীন্দ্রনাথ ঠাকুর)
--------------------------------------------------
 সংকলক - রুম্পা প্রতিহার 

হোম ডেলিভারি :  ৯৭৩২৫৩৪৪৮৪ 

Post a Comment

0 Comments