জ্বলদর্চি

১ জুলাই ২০২০


আ জ কে র  দি ন

1st July  2020
বাংলার ১৬ আষাঢ় ১৪২৭
 
আজ, স্বনামধন্য  চিকিৎসক ও পশ্চিমবঙ্গের দ্বিতীয়  মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী।

আজ,  জাতীয়  চিকিৎসক দিবস। চিকিৎসা ক্ষেত্রে ডাঃ বিধানচন্দ্র রায়ের অবদান স্মরণে রেখে ভারতে সমস্ত চিকিৎসকদের ভূমিকাকে শ্রদ্ধা ও সম্মান জানাতে এই দিনটি উদযাপন করা হয়। 

আজ, International joke  Day.
সমস্যা বহুল ও অসুখ বিধ্বস্ত এই বিশ্বকে এক টুকরো চটুল রসিকতা দিয়ে অতিক্রম করতে এই দিনের উদযাপন। 

মনীষী  উবাচ:
তন্ত্রে রাজ্যশাসন হয় না, মানুষই রাজ্য চালায়। গণতন্ত্র বা যে তন্ত্রই হোক, তা শব্দমাত্র, লোকে ইচ্ছানুসারে তার ব্যাখ্যা করে। ( রাজশেখর  বসু)
------------------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার 
---------

Post a Comment

1 Comments

  1. একদম সঠিক...চটুল রসিকতা...

    ReplyDelete