জ্বলদর্চি

৩ জুলাই ২০২০


আ জ কে  র  দি  ন 

আজ, 3rd july, 2020
বাংলায় ১৮ আষাঢ়, ১৪২৭

আজ, Plastic Bag Free Day.একটি  Global Movement। পৃথিবীকে  প্লাস্টিক  দূষণের প্রভাব থেকে রক্ষা করতে ব্যক্তি সচেতনতা জরুরি। ব্যক্তি সচেতনতাই ধীরে ধীরে সমষ্টি-সচেতনতা গড়ে তুলবে।

আজ, অজিত  কৃষ্ণ বসুর জন্মদিন। অ কৃ ব নামে সাহিত্য জগতে পরিচিত। মূলত ব্যঙ্গ ও কৌতুকরস সাহিত্যিক। তবে সঙ্গীত ও যাদুবিদ্যাতে বিশেষ পারদর্শী ছিলেন। 

আজ, স্বর্ণকুমারী দেবীর মৃত্যুদিন। দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ কন্যা। বাংলা সাহিত্যের প্রথম  উল্লেখযোগ্য মহিলা সাহিত্যিক। 'ভারতী' পত্রিকার অন্যতম সম্পাদক।

মনীষী উবাচ :
গাছপালা, স্বচ্ছ আকাশ, মুক্ত বায়ু, নির্মল জলাশয়, উদার দৃশ্য, ইহারা বেঞ্চি এবং বোর্ড, পুঁথি এবং পরীক্ষার চেয়ে কম আবশ্যক নয়। (রবীন্দ্রনাথ ঠাকুর)
---------------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার

 

Post a Comment

1 Comments

  1. জানলাম অনেক কিছু। ধন্যবাদ।

    ReplyDelete