জ্বলদর্চি

মানসী মিশ্র হালদার


মা ন সী  মি শ্র  হা ল দা র


নীরবে 

বিকেলের মেঘলা আকাশে 
ভীড় করে আসে 
মন খারাপের কথা ।
নদীর ঢেউয়ে পাড় ভাঙা মানুষের আর্তনাদ 
আর নীরবতা ।
চারিদিকে এত আলো 
কত না আলাপন 
তবু ভীষণ স্তব্ধতা, 
গভীর গভীর গভীরতর যন্ত্রণা 
বুকে ধরে পথ চলে 
নীরবে পৃথিবী মাতা।

     
চেতনা 

জীবিত ইতিহাস মৃত মানুষের আনাচে কানাচে 
হাতড়ে বেড়ায় অস্তিত্বের কঙ্কাল ।
বেহুঁশ মানুষ গল্প কথা বলে 
ভেসে চলে মাতাল কলেবরে ।
যে শিক্ষার বীজ পুঁতে দিলে 
তা আর মানল কজন? 
কজন -ই বা করল স্বীকার? 
তাই মেঘাচ্ছন্ন কালো আকাশ 
তার আর্তনাদে বৃষ্টি ঝরায়
চেতনার সঞ্চারে -
আগামীর শুভ বার্তাবহ হয়ে ।
       

জয়ী 

ছোট থেকে শহীদের স্বপ্ন বুকে 
আঁকড়ে ধরেছিল সে ।
আর কোনদিকে চোখ না,
না কোন ভাবনা, 
যেদিন ভারতীয় সেনায় যোগ দিল 
চিৎকার করে বলেছিল 
জিতে গেছি আমি ।
আজ সেই জয়ের মালা গলায় নিয়ে 
চলে গেল সে, 
আমি শুনছি তার আত্মার চিৎকার -
জিতে গেছি আমি! 

       
স্বরলিপি 

দু মুঠো চালের জন্য এখনো লাইনে ভীড়
কখনো বা চলে মারামারি ।
শুনেছিলাম সেই কবেকার কথা 
সে যে আজ ও বহমান বুঝলাম তা ।
এত চিৎকার এত আর্তনাদ 
এত লড়াই সবই শুধু রহস্যের আড়ালে 
চির বহমান জীবনের স্বরলিপি! 
অস্তিত্ব

চল্ কোথাও ঘুরে আসি 
অস্তিত্বের আড়ালে জীবাত্মার সন্ধানে, 
দুটো হাত শক্ত করে ধরিস 
আমি হারাতে চাইনা তোকে, 
জন্মজন্মান্তরের শেষ ঠিকানাতেও 
তোকে ভালোবাসি অন্তরের দগ্ধতা দিয়ে 
শরীরের শিরা উপশিরায় তোর অনুভূতি,
চল্ চলে যাই 
আগামী পৃথিবীর সন্ধানে।

------

Post a Comment

0 Comments