জ্বলদর্চি

১৪ জুলাই ২০২০


আ  জ কে র   দি ন 

14th july 2020
বাংলায়-- ২৯ আষাঢ় ১৪২৭ সোমবার 


আজ, সাহিত্যিক মহেন্দ্রনাথ গুপ্তর জন্মদিন।ইনি বিখ্যাত 'শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত' রচনা করেন। 'শ্রীম' ছদ্মনামে পরিচিত।

১৭৮৯ সালে আজকের দিনে বাস্তিল দুর্গ আক্রমণের মধ্য দিয়ে ঐতিহাসিক ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল।
১৯৪২ খ্রিস্টাব্দের আজকের দিনে মহারাষ্ট্রের ওয়ার্ধা অধিবেশনে 'কংগ্রেস ওয়ার্কিং কমিটি' গান্ধিজির 'ভারত ছাড়' আন্দোলনের প্রস্তাব অনুমোদন করেছিল।  


মনীষী উবাচ :
জীবনের লক্ষ্য অর্জন করতে হলে প্রয়োজনীয় শিক্ষা অর্জন, কঠোর পরিশ্রম  ও অধ্যাবসায়ী হতে হবে।(এ.পি.জে. আবদুল  কালাম)
------------------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার
  

Post a Comment

2 Comments

  1. মনীষী উবাচ এ কথাটি 'অধ্যাবসায়ী ' নাকি 'অধ্যবসায়ী'? ব্যাকরণগত ভাবে দ্বিতীয়টি সঠিক বলে মনে হয়। একটু খেয়াল করতে অনুরোধ জানাই।

    ReplyDelete
  2. প্রতিদিন সকালে আজকের দিন পড়ে খুব ভালো লাগে।অনেক কিছু জানতে পারি।

    ReplyDelete