জ্বলদর্চি

১৩ জুলাই ২০২০


দি নে র  শে ষে 

১৩/৭/২০২০

১) মুম্বই-এর তালোজা সেন্ট্রাল জেলে ২০১৮ সাল থেকে বন্দী ৮১ বছর বয়স্ক কবি, সমাজকর্মী ও লেখক পি ভারভারা রাও রীতিমতো অসুস্থ! তাঁর মুক্তির দাবিতে গোটা দেশ জুড়ে সোচ্চার সংবেদনশীল মানুষ! 
২) আগামিকাল (১৪/৭) থেকে টানা ২০ দিন সূর্যাস্তের পর ভারতের উত্তর-পশ্চিম আকাশে দেখা যাবে দুই লেজওয়ালা ধূমকেতু(NEOWISE, C/2020 F3)।

৩) ফিল্মস এন্ড ফ্রেমস ডিজিটাল এওয়ার্ডের "ট্রেন্ড সেটিং পারফরমেন্স অব্ দ্য ইয়ার" নির্বাচিত হলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। 
৪) ভারতে ৭৫ হাজার কোটি টাকার বিনিয়োগের কথা ঘোষণা করলেন 'গুগল'-এর সি ই ও সুন্দর কুমার পিচাই

৫) সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এই মূহুর্তে বিশ্বের ধনীতম ব্যক্তি আমাজনের কর্ণধার জেফ বোজেস, মোট সম্পত্তির পরিমাণ ২০০ বিলিয়ন মার্কিন ডলার! 

৬) এবারের "মোহনবাগান-রত্ন" হচ্ছেন প্রাক্তন হকি খেলোয়াড় গুরুবক্স সিং ও ক্রিকেটার পলাশ নন্দী!
------------------------------------------------------
জ্বলদর্চি আপ ডাউনলোড করে নিন -- নিচের লিঙ্কে ক্লিক করে।    

Post a Comment

0 Comments