দিনের শেষে ২৩ জুলাই ২০২০
দি নে র শে ষে
২৩/৭/২০২০
১) হ্যাঁ, দিনের শেষে আমাদের একটাই দাবী -"কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!
২) ৫৯ বছর বয়সে চলে গেলেন বিশিষ্ট সাংবাদিক রহিত বসু!
৩) মুকেশ আম্বানি এখন বিশ্বের ধনীতম ব্যবসায়ীগণের তালিকায় ৫ম স্থানে, সম্পত্তির পরিমাণ সাড়ে ৭ হাজার মার্কিন ডলার!
৪) ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে চ্যাম্পিয়ন হল লিভারপুল।
৫) পূর্ব রেলের বিভিন্ন বিভাগে বিলুপ্তির পথে ১৮৭৫টি পদ!
৬) তাস খেলার অনলাইন সংস্থা "পোকারস্টার্স"- এর ব্রান্ড এম্বাসাডর হলেন মহেন্দ্র সিং ধোনি!
৭) প্রয়াত বাংলা টেলিভিশনের জনপ্রিয় পরিচালক রানা সেন!
-------------------------------------------------------
আ বে দ ন
প্রিয় কবি/ লেখক
আপনার প্রিয় বইয়ের আলোচনা আমরা প্রকাশ করতে চাই। আপনার প্রকাশিত কোনও একটি বইয়ের আলোচনা(আপনার পরিচিত কোনও লেখক সমালোচককে দিয়ে) আমাদের কাছে পাঠানোর আবেদন জানাই। সরাসরি বই পাঠানোর(বর্তমানের) সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
১. অভ্র ইউনিকোড মাধ্যমে শব্দ সংখ্যা কমবেশি ৫০০
২. প্রচ্ছদের ছবি
৩. প্রকাশক,প্রচ্ছদ শিল্পী, প্রথম প্রকাশ সাল, মূল্য উল্লেখ করবেন।
৪. আলোচনাটি যেন হয় মৌলিক ও অপ্রকাশিত।
লেখার বানান ও বাক্যগঠন নির্ভুল হলে প্রকাশনার কাজে বিশেষ সুবিধে হয়।
লেখা কীভাবে সাজাবেন তা জানার জন্য 'ঝড়ের পাখিকে আত্মকথা' বইয়ের আলোচনা দেখার অনুরোধ করি।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
নমস্কার
সম্পাদক - জ্বলদর্চি
লিনকে ক্লিক করে আলোচনাটা পড়ে নিন প্লিজ।
Comments
Post a Comment