জ্বলদর্চি

দিনের শেষে /২৪ জুলাই ২০২০


দি নে র  শে ষে 

২৪/৭/২০২০

১) প্রতিদিনের মতো আজও দিনের শেষে আমাদের একটাই শ্লোগান -"কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!

২) ১০১ বছর বয়সে চলে গেলেন স্বনামধন্যা নৃত্যশিল্পী ও অভিনেত্রী অমলাশংকর! 
৩) পুরুলিয়ার বিলুপ্তপ্রায় বিড়হোড় জনজাতির মেয়ে জবা-র মাধ্যমিক পরীক্ষায় সাফল্য! 

৪) দিল্লির "AIMS"-এ ভারতে প্রথম তৈরি টীকা COVAXIN-এর হিউম্যান ট্রায়াল শুরু হল। 

৫) ৫৪ বছর বয়সে ফের বক্সিং-এর রিং-এ নামতে চলেছেন কিংবদন্তী মাইক টাইসন। 

৬) "ওয়ার্ল্ড লিগস ফোরাম"- এ জায়গা করে নিল ইন্ডিয়ান সুপার লিগ(ISL)! 

৭) আগামিকাল আবার গোটা রাজ্যে একদিনের লকডাউন !
----------------------------------------------------------

আ বে দ ন


প্রিয় কবি/ লেখক 

আপনার প্রিয় বইয়ের আলোচনা আমরা প্রকাশ করতে চাই। আপনার প্রকাশিত কোনও একটি বইয়ের আলোচনা(আপনার পরিচিত কোনও লেখক সমালোচককে দিয়ে) আমাদের কাছে পাঠানোর আবেদন জানাই। সরাসরি বই পাঠানোর(বর্তমানের) সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।    

১. অভ্র ইউনিকোড মাধ্যমে শব্দ সংখ্যা কমবেশি ৫০০
২. প্রচ্ছদের ছবি
৩. প্রকাশক,প্রচ্ছদ শিল্পী, প্রথম প্রকাশ সাল, মূল্য উল্লেখ করবেন।
৪. আলোচনাটি যেন হয় মৌলিক ও অপ্রকাশিত। 

লেখার বানান ও বাক্যগঠন  নির্ভুল হলে প্রকাশনার কাজে বিশেষ সুবিধে হয়।

লেখা কীভাবে সাজাবেন তা জানার জন্য 'ঝড়ের পাখিকে আত্মকথা' বইয়ের আলোচনা দেখার অনুরোধ করি। 
ভালো থাকুন, সুস্থ থাকুন। 
নমস্কার 
সম্পাদক - জ্বলদর্চি

লিনকে ক্লিক করে আলোচনাটা পড়ে নিন প্লিজ। 

Post a Comment

0 Comments