দি নে র শে ষে
২৫/৭/২০২০
১) উদ্বিগ্ন পরিবার মানবাধিকার কমিশনে চিঠি লিখে কবি ও সমাজকর্মী ভারভারা রাও-এর শারীরিক অবস্থার খবর জানতে চাইল!
২) করোনায় আক্রান্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান!
৩) খরচ মাত্র ৪০০ টাকা, এক ঘন্টায় ফল, করোনা টেস্টের সস্তা মেশিন তৈরী করল IIT/KHARAGPUR.
৪) ডিজনি প্লাস হট স্টারে মুক্তি পেল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি "দিল্ বেচারা"!
এই মূহুর্তে বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত সিনেমার তালিকায় শীর্ষে "দিল্ বেচারা"!
৫) ভারতে করোনা ভ্যাকসিন(COVAXIN) নিয়ে গবেষণা তুঙ্গে! হিউম্যান ট্রায়াল শুরু হয়ে গেছে হায়দরাবাদ, পাটনা, কাঞ্চিপুরম, রোহতক ও দিল্লি-তে!
৬) বিশ্বের ৩য় বৃহত্তম জ্বালানি তেল ব্যবহারকারী ভারতে গত জুন মাসে তলানিতে ঠেকল অপরিশোধিত তেলের আমদানী!
------------------------------------------------------
জ্বলদর্চি আপ ডাউনলোড করে নিতে নিচের লিনক-এ ক্লিক করুন।
0 Comments