জ্বলদর্চি

২৬ জুলাই ২০২০

আ জ কে র  দি ন 


26 July2020
বাংলায় --১০ শ্রাবণ ১৪২৭ রবিবার 

আজ, কান্তকবি রজনীকান্ত সেনের জন্মদিন। বাঙালি যে পঞ্চকবির(রবীন্দ্রনাথ, নজরুল, দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ ও রজনীকান্ত) গানে মুগ্ধ তার মধ্যে ইনি
একজন। বহুল প্রচলিত 'তুমি নির্মল কর মঙ্গল কর' গানটির রচনাকার। সুচিত্রা সেন ছিলেন তাঁর নাতনি।

আজ, মোহিতলাল মজুমদারের প্রয়াণ দিবস। সৃজনশীল বিশ্লেষণমূলক সাহিত্য সমালোচক ও প্রবন্ধকার হিসেবে বাংলা সাহিত্যে জনপ্রিয়।  

আজ, রাজা রাজেন্দ্রলাল মিত্রের প্রয়াণ দিবস। বাংলার নবজাগরণের অন্যতম প্রাণ পুরুষ। মানুষের অগ্রগতিতে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব ইনিই প্রথম অনুভব করেন।

১৮৫৬ সালে আজকের দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অক্লান্ত চেষ্টায় তৎকালীন বড়লাট লর্ড ডালহৌসি কর্তৃক হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয়েছিল।

আজ, জর্জ বার্নার্ড  শ- এর জন্মদিন। আইরিশ নাট্যকার। নির্মোহ সাহিত্য সমালোচক। 1925 -এ নোবেল ও 1938 -এ The Pygmalion এর চিত্রনাট্যের জনা অস্কার পুরস্কার পান।

1876 সালে আজকের দিনে ভারত সভা প্রতিষ্ঠা হয়েছিল। সুরেন্দ্রনাথ ব্যানার্জির উদ্যোগে  আনন্দমোহন বসু এই সংগঠনের প্রতিষ্ঠা করেন। পরাধীন ভারতে সর্বভারতীয় জনমত গঠনের উদ্দেশ্য নিয়ে এটি গঠিত হয়।

আজ, কার্গিল বিজয়  দিবস। ১৯৯৯ সালে এই দিনটিতে ভারতের সামরিক বাহিনী কার্গিল যুদ্ধে পাকিস্তানি ফৌজকে পরাস্ত করেছিল।

 1953 সালে আজকের দিনে কিউবায় ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে বাতিস্তা সরকারের বিরুদ্ধে  আন্দোলন শুরু  হয়েছিল।

মনীষী উবাচ :
বাল্যকাল হইতে আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই। কেবল যাহা কিছু নিতান্ত আবশ্যক তাহাই কণ্ঠস্থ করিতেছি। তেমনি  করিয়া কোনোমতে কাজ চলে মাত্র, কিন্তু বিকাশলাভ হয় না।( রবীন্দ্রনাথ ঠাকুর)
-------------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার
-------------------------------------------------- 
জ্বলদর্চি আপ ডাউনলোড করে নিতে নিচের লিনকে ক্লিক করুন--

      

Post a Comment

0 Comments