জ্বলদর্চি

৩১ জুলাই ২০২০


আ জ কে র  দি ন 

31 July 2020
বাংলায় -- ১৫ শ্রাবণ১৪২৭ শুক্রবার 

আজ, জীবনবাদী সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের জন্মদিন। প্রকৃত নাম ধনপত রায়। ভারতীয়  উপমহাদেশের সফল কথাসাহিত্যিক। সাহিত্যের সব শাখায় পদচারণা করেছেন। সত্যজিৎ রায় মুন্সী প্রেমচাঁদের ছোটগল্প 'শতরঞ্জ কে খিলাড়ী' অবলম্বনে এই নামেই একটি সিনেমা তৈরি  করেছিলেন।

আজ, হ্যারি পটারের  জন্মদাত্রী  জে.কে রাউলিং-এর জন্মদিন। পুরো নাম জোয়ান ক্যাথলিন রাউলিং। এ পর্যন্ত হ্যারি পটার সিরিজের সাতটি বই বেরিয়েছে। প্রথম ছটি বই ৬৪ টিরও অধিক ভাষায় অনূদিত ও বিশ্বজুড়ে প্রায় ৩৫ কোটি কপি বিক্রি  হয়েছে। জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই।

আজ, নবারুণ ভট্টাচার্য -এর প্রয়াণ দিবস। নাট্যকার বিজন ভট্টাচার্য  ও কথাসাহিত্যিক  মহাশ্বেতা দেবীর সন্তান। ১৯৯৩ সালে হারবার্ট উপন্যাসের  জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পান। তাঁর  উল্লেখযোগ্য লেখাগুলোর মধ্যে 'কাঙাল মালসাট' বিশেষভাবে  উল্লেখযোগ্য। 

১৬৫৮ সালে আজকের দিনে মুঘল সম্রাট ঔরঙ্গজেব সিংহাসনে বসেন।

কথিত আছে, আজকের দিনে কলম্বাস ত্রিনিদাদ দ্বীপটি আবিষ্কার  করেন। 

মনীষী উবাচ :
ছেলে যদি মানুষ করিতে চাই,  তবে ছেলেবেলা হইতেই তাহাকে মানুষ করিতে আরম্ভ করিতে হইবে,  নতুবা সে ছেলেই থাকিবে, মানুষ  হইবে না। (রবীন্দ্রনাথ ঠাকুর)
---------------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার
---------------------------------------------------- 
      আজ থেকে শুরু || প্রতি শুক্রবার
              www.jaladarchi.com 

 

Post a Comment

0 Comments