দি নে র শে ষে
৩০/৭/২০২০
১) রাশিয়ার স্বাস্থ্যসচিব কিরলি দিমিদ্রিত আজ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন-" ঐতিহাসিক এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে রাশিয়া, ১০ আগস্ট থেকে করোনা ভ্যাকসিন বাজারে আনার যাবতীয় প্রয়াস অব্যাহত!
২) আগামিকাল জি-বাংলায় শেষ হতে চলেছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক "নেতাজি"!
৩) পয়লা আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ তারাপীঠ মন্দির!
৪) আই সি সি'র সাম্প্রতিক ঘোষণা :- এইবার থেকে ক্রিকেটের নো-বল ডাকার সিদ্ধান্ত নেবেন থার্ড আম্পায়ার!
৫) আগামী মরশুমে ইস্টবেঙ্গল ফুটবল দলের প্রশিক্ষক হলেন গোয়া'র ফ্রান্সিসকো ব্রুটো দ্য কস্টা!
৬) কেরলের কালিকট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সিলেবাসে অন্তর্ভুক্ত বুকার পুরস্কার বিজয়িনী সাহিত্যিক অরুন্ধতী রায়ের এক বক্তৃতার অংশ "কাম্ সেপ্টেম্বর"- এর উপর ধর্মীয় উন্মাদনার আঘাত!
৭) প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রাক্তন বিধায়ক ও সাংসদ সোমেন মিত্র-র শেষকৃত্য সম্পন্ন হল নিমতলা মহাশ্মশান ঘাটে!
৮) দু'বার অস্কারজয়ী ফরাসী অভিনেত্রী অলিভিয়া দ্য হ্যাভিল্যান্ড ১০৪ বছরে প্রয়াত হলেন।
(বিঃদ্রঃ আমাদের দাবী-"কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!)
-------------------------------------------------------
লক ডাউনের বাজারে ক্যাবলার হাতে প্রচুর সময়। তাই সে সেদিন গেল কাঁসাইতে নাইতে। কিন্তু হঠাৎ কিভাবে পিছলে গিয়ে গভীর জলে গিয়ে পড়ল। এই ডোবে সেই ডোবে! কোন ঠাকুরকে যে ডাকবে?? এই তো সেদিনে এই কাঁসাই - এ বিসর্জন দেওয়া গণেশ ঠাকুরের কথাই মনে পড়ল। নিশ্চয় ভুঁড়ি নিয়ে খুব বেশিদূর যাননি।
দেখা গেল, ভাবনাটা ঠিক। দু-তিন মিনিট ডাকতেই ঠাকুর কাঁসাই পাড়ে হাজির।ক্যাবলা জোড় হাতে উদ্ধারের আর্জি জানায়। দেখে গণেশ ঠাকুর ভুঁড়ি দুলিয়ে উদম নেচে যাচ্ছে। ক্যাবলা বলে : প্রভু নাচবে পরে, আগে বাঁচাও।
গণেশ ঠাকুর উত্তর দেয়: সেদিন আমার বিসর্জনের সময় তুই-ও তো এমন নাচছিলি!!!!
0 Comments