জ্বলদর্চি

লৌকিক ধাঁধা

    সংগ্রহ 

বিশ্বাসের চুপকথা 
বিমল মণ্ডল 

প্রথম  প্রকাশ- ২০২০
প্রচ্ছদ - অশোক গড়াই
মূল্য - ১০০/-
___________________________________

লৌকিক  ধাঁধা 
পূর্ব মেদিনীপুর লৌকিক  ধাঁধা- 

১.
অল্প বয়সে  লম্বা থাকলেও
বয়স বাড়ার সাথে সাথে ছোটো  হয়ে যায় কে?

উত্তর - মোমবাতি 

২.
কোন  জিনিস কাটলে  বাড়ে?

উত্তর - পুকুর 

৩.
কোন প্রাণীর বুদ্ধি  সব চেয়ে উঁচুতে? 

উত্তর - জিরাফ

৪.
হাত নেই, পা নেই এ কেমন রসিক নগর 
অনায়াসে  পার হয় নদী  কিংবা  সাগর। 
বলো দেখি কে?

উত্তর -নৌকা  /জাহাজ

৫.
মাথা ছেঁটে  দিলে তার পেট কাটা মিল
গোটাটা হেঁটে  যায়  লাগে পায়ে খিল।

উত্তর - মিছিল

৬.
১ থেকে  ১০০
এর মাঝে  
ক'বার ৯ আছে?

উত্তর - ১ বার

৭.
একটা  খালি ঝুড়িতে কটি ডিম রাখা যাবে?

উত্তর - একঝুড়ি

৮.
বহু দাঁত রয়েছে  কিছুই  তাতে খায় না। বলো দেখি  কি? 

উত্তর - চিরুনি 

৯.
একটা  নির্দিষ্ট  জায়গায় বসে বিশ্বের সব জায়গায়  ঘুরে বেড়ায় কে?

উত্তর - ডাকটিকিট 

১০.
উঁচু  কিংবা  নিচু যাই হোক না কেন
একটা  নির্দিষ্ট  জায়গাতে সে থাকে। 
বলো কে?

উত্তর - রাস্তা 

 --------------------------------
সংগ্রহ - বিমল মণ্ডল

Post a Comment

1 Comments

  1. বেশ লাগলো। আবার ঝালিয়ে দিলে।

    ReplyDelete