জ্বলদর্চি

লৌকিক ধাঁধা

   সংগ্রহ 

অঙ্ক নিয়ে মজা
পার্থ কর্মকার
প্রকাশক - জ্বলদর্চি
প্রথম প্রকাশ - ২০১৮
প্রচ্ছদ ও অলংকরণ- সুরজিৎ সিনহা   
মূল্য - ৫০/-

------------------------------------------------------------
 

লৌকিক  ধাঁধা 

পূর্ব মেদিনীপুর লৌকিক  ধাঁধা-

১.
ঝাপাট জঙ্গল  থেকে বের হলো সাপ
এসেই ডিম পাড়ে কাপ কাপ। 

উত্তর - বেতফুল

২.
কোন বরের গায়ে গন্ধ?

বলো দেখি করে শুদ্ধ -

উত্তর - গোবর 

৩.
হাতি নয়, ঘোড়া নয়
মোটা  মোটা  পা
গাছ নয়,পাতা নয়
ফুলে ফুলে  গা। 

উত্তর - পালঙ্ক 

৪.
খড়িতে জজড়াজড়ি 
ফলে অধিরস
ফুল নেই, ফল নেই
ধরে বারো মাস। 

বলে ফেলো চটপট -

উত্তর - পান

৫.
কোন খানা দেখতে  হয়?

উত্তর - চিড়িয়াখানা 

৬.
ঢাকায় আছে, টাকায় আছে
বাংলাদেশে নেই
কলকাতায় দুটো  আছে
সারা বিশ্বে নেই। 

বলো সেটি কি?

উত্তর - 'ক'

৭.
বলোতো  ভাই কোন  টক দেখালে হয়?

উত্তর - নাটক 

৮.
কোন জিনিস  শুকায়, আবার ভেজার জন্য।

উত্তর - তোয়ালে 

৯.
জ্বলে চলে, না ছুঁই পানি
সে আবার কোন প্রাণী? 

উত্তর - জোনাকি 

১০.

কোন চা বসতে লাগে?

উত্তর - মাচা

 ---------------------------------
সংগ্রহ - বিমল মণ্ডল

Post a Comment

0 Comments