আলিঙ্গন
মা ন সী মি শ্র হা ল দা র
গোধূলির অস্তমিত সূর্য
সাগর -ঢেউয়ে এঁকে দেয় ভালোবাসার চিহ্ন।
এ যেন জন্ম জন্মান্তরের
এ যেন যুগ যুগান্তের -
চিরন্তন স্মৃতির সাক্ষী স্বরূপ ।
আমি কান পেতে শুনি সমুদ্র ঢেউয়ের শব্দ
আমি চোখ মেলে দেখি উত্তাল সমুদ্র তরঙ্গ
আমার মন ছুঁয়ে যায় অসীম আকাশে -
নিবিড় গভীর গভীরতায়।
আমার মনের বাগানে আজ
রোপন করেছি অনেক ফুলের চারা,
ওরা জেগে উঠল
ওরা মাতল সৃষ্টিতে
আমার হৃদয় ছুঁয়ে গেল পরম প্রাপ্তিতে ।
ধীর পায়ে চুপি চুপি
কখন পেরিয়ে এলাম সংখ্যার ক্রম
পারিনি বুঝতে ।
বুঝতে পারিনি পৌঁছব এমন এক সন্ধিক্ষণে
এপার ওপারের মাঝে
এত মৃত্যু, এত অনাহার,এত আর্তনাদ
ভাবিনি দেখব দু'চোখে!
ফেলে আসা ইতিহাস
আজ কথা বলে চুপিচুপি,
নিরবিচ্ছিন্নতার আড়ালে বিধ্বংসের লীলা
কে কার হাত ধরে
আর কে কাকে গ্রহন করে -
এই নিয়ে ওঠে আওয়াজ অবিরাম!
আজ বড়ো একা মনে হয়
শূন্যতার ওপর শূন্য ঢেকে ফেলে
ঝাপসা হয়ে আসে চোখের পাতা,
টলমলে পা
তবু হাঁটি পথ
চুপিসারে অভ্যাসের আলিঙ্গনে ।
2 Comments
Asadharon valoblaglo
ReplyDeleteDaruuuunnn
ReplyDelete