জ্বলদর্চি

গুচ্ছ ছড়া / শ্যামলশুভা ভঞ্জ

 
    ফটোগ্রাফি- সৈয়দ স্নেহাংশু  



গুচ্ছ ছড়া

 শ্যা ম ল শু ভা  ভ ঞ্জ  প ণ্ডি ত 


আপনজন

ছুচ্ছি আকাশ   
মাখছি নীল
মনের খাতায়   
অন্তমিল।
কুসুম কুসুম   
ভোরের আলো।
দিচ্ছে উঁকি     
লাগছে ভালো ।
ডিগবাজি দেয় 
মেঘের ছানা।
আলতো নরম  
ওদের ডানা।
পুকুর জলে 
 সবুজ ছায়া।
গাছের তলায় 
রোদের মায়া।
 ঘাসের ডগায় 
 মুক্তোজল। 
 বলছে হাওয়া 
 'সঙ্গে চল'।
 ফুলের বনে
 হলুদ পাখি 
বলছে আমায়
'খেলবি নাকি'!
মৌমাছিদের
ডানায় সুর।
বৃষ্টি ফোঁটায় 
জলনূপুর।
প্রজাপতির
রঙিন পাখা।
নরম ডানায় 
স্বপ্ন মাখা।
আকাশ জোড়া 
সমুদ্দুর ।
চেনা হয়েও 
অচিনপুর।
তেমন করে
চাওগো যদি
বইবে বুকে
আলোর নদী।
মিষ্টি সুখে
ভাসবে মন।
সবাই হবে 
আপনজন ।। 



বাংলা ছড়া  


লিখছি ছড়া      ছন্দে গড়া। 

ছন্দ কেমন!      আদর যেমন।

মায়ের আদর    ঘুমের চাদর।

ঘুমপাড়ানো      মন ভরানো

মিষ্টি সুরে          যাচ্ছে দূরে

ভাবনা যত        মেঘের মতো

যাচ্ছি ভেসে      আলোর দেশে

আলোর ধারা    পাগলপারা

রাখছি বুকে       বড্ড সুখে

ভালোবাসা        আমার ভাষা

লিখছি তাতে     ছুচ্ছি হাতে

ভোরের আলো  এই যে ভালো

সোহাগ ঝরা        ছন্দে ভরা
  
মিঠেকড়া           বাংলাছড়া।।



যদি হতাম মেঘের ছানা 


হতাম যদি মেঘের ছানা 

ভিজতে কি কেউ করত মানা!

ঝিরঝিরিয়ে ঝরনা হতাম 

ভিজিয়ে দিতাম পাতা।

বলত না কেউ "দুষ্টু ভারি

যা নিয়ে আয় ছাতা"।

পড়তে বসার সময় হলে 

মাঝ আকাশে যেতাম চলে 

দিতাম মেলে নরম দুটো ডানা, 

যদি হতাম মেঘের ছানা।

স্কুলের সময় সারা দুপুর 

বাজিয়ে পায়ে জলের নুপুর 

হাওয়ার সাথে খেলার শেষে 

যেতাম নতুন দেশে ভেসে 

করত না কেউ মানা।

যদি হতাম মেঘের ছানা ।।

    ফটোগ্রাফি- সৈয়দ স্নেহাংশু  


Post a Comment

2 Comments

  1. অপূর্ব । অসাধারণ । তোমার ছড়া এখনকার ছড়া থেকে আলাদা গো ।‌অনেক শুভেচ্ছা রইল ।

    ReplyDelete
  2. খুব সুন্দর। মন ভালো করে দেওয়া ছড়া ❤️❤️❤️

    ReplyDelete