জ্বলদর্চি

দিনের শেষে, একটু হাসুন ২ আগস্ট ২০২০

______________________________
     দি নে র  শে ষে  

২/৮/২০২০

১) মানবশরীরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে তৈরী করোনা ভ্যাকসিন "কোভিশিল্ড"-এর ২য় ও ৩য় পর্যায়ের প্রয়োগ-প্রক্রিয়া শুরু করার অনুমতি শীঘ্রই পেতে চলেছে 'সিরাম ইন্ডিয়া'! 

২) বি সি সি আই প্রধান সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন যে খুব শীঘ্রই মহিলা আই পি এল-ও হবে! 

৩) জনপ্রিয় মার্কিন প্রযুক্তি সংস্থা "apple" চিনের app. Store থেকে প্রায় ৩০ হাজারেরও বেশী app. সরিয়ে  দিয়েছে! 

৪) "এ এফ সি এশিয়ান কাপ ২০১৯"- এর  সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী! 

৫) গত ১০ মাস ধরে তারকা ক্রিকেটারদের বেতন পরিশোধ করেনি বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ড BCCI! 

৬) ইসরো(ISRO)-কে আশ্বস্ত করলেন অতীতে "বিক্রম"-এর  সন্ধান প্রদানকারী ভারতীয় প্রযুক্তিবিদ শানমুগা সুব্রক্ষণম -"চাঁদের বুকে একদম ঠিক আছে চন্দ্রযান ২"!

৭) নদিয়ার হবিবপুরের তাঁতশিল্পী সরস্বতী সরকার অসামান্য কাজের জন্য এবারে "রাষ্ট্রপতি পুরস্কার" পেতে চলেছেন! আগামী ৭ আগস্ট 'তাঁতী দিবস"-এ এই পুরস্কার তাঁর হাতে তুলে দেওয়া হবে। 

৮) ব্রিটেনের অর্থমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছেন যে মহাত্মা গান্ধীর স্মরণে কয়েন তৈরীর ভাবনা শুরু করেছে ব্রিটিশ সরকার! 

(বিঃদ্রঃ - আসুন, মুক্তকন্ঠে বলি -"কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
_______________________________
                    একটু হাসুন

ক্যাবলাদের নীতিশিক্ষার ক্লাস চলছে।শিক্ষক মহাশয় রামায়ণ পড়ানো শেষ করে জিজ্ঞেস  করলেন, আচ্ছা তাহলে বলতো রাম-রাবণের যুদ্ধের জন্য দায়ী কে?

ক্যাবলা  হাত তুলেছে দেখে প্রথম বলার সুযোগটা সে পেল। অম্লানবদনে বলল হনুমান।

শিক্ষক: যা বলতে চাও পরিষ্কার করে বলো। 

ক্যাবলা : আজ্ঞে, পরে সেই গন্ধমাদন  তুলে নিয়ে এল, তার বদলে যদি প্রথমেই  অশোক বনকে তুলে নিয়ে আসত, তাহলে এত বড় যুদ্ধটা হত না!!!!!
---------------------------------------------------

বি শে ষ  ঘো ষ ণা  
কাল সকাল ৯ টায়
www.jaladarchi.com 

Post a Comment

0 Comments