জ্বলদর্চি

৩ আগস্ট ২০২০

আ জ কে র  দি ন 

3 August 2020
বাংলায় -- ১৮ শ্রাবণ ১৪২৮ সোমবার 

আজ, কথাসাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দীর   প্রয়াণ দিবস। আজীবন লেখক হওয়ার  স্বপ্ন দেখেছেন। লেখার প্রয়োজনে বস্তিবাসী হতেও দ্বিধা করেননি। কয়েকটি গ্রন্থ: বার ঘর এক উঠোন, সূর্যমুখী, মীরার দুপুর। 

১৯৫৬ সালে আজকের  দিনে বাংলাদেশের(তখন পূর্ব পাকিস্তান নামে পরিচিত) প্রথম স্থানীয় ভাবে নির্মিত পূর্ণ দৈর্ঘ্যের  সবাক চলচ্চিত্র 'মুখ ও মুখোশ ' মুক্তি পেয়েছিল। পরিচালনা করেন আব্দুল জব্বার খান।

১৪৯২ সালে আজকের দিনে ইতালির  বিশিষ্ট নাবিক কলম্বাস  সমুদ্রযাত্রা শুরু করেছিলেন।

মনীষী উবাচ :
বাল্যকাল হইতে চিন্তা ও কল্পনার চর্চা না করিলে কাজের সময় যে তাহাকে হাতের কাছে পাওয়া  যাইবে না, একথা অতি পুরাতন।(রবীন্দ্রনাথ ঠাকুর)
_________________________________
সংকলক - রুম্পা প্রতিহার
_________________________________ 

 বি শে ষ  ঘো ষ ণা

আজ সকাল ৯ টায় সঙ্গে থাকার আবেদন জানাই জ্বলদর্চি ফেসবুকে।
    

Post a Comment

0 Comments