জ্বলদর্চি

দিনের শেষে, একটু হাসুন ২৫ আগস্ট ২০২০

২৫/৮/২০২০

১) ৫৬ কোটি টাকা ব্যয়ে ভারতের সর্ববৃহৎ এবং অত্যাধুনিক এরিয়াল ট্রামওয়েজ(রোপওয়ে) অসমের ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত হল। 

২) আগামী ৩১ আগস্ট পর্যন্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। 

৩) ভুয়ো পাসপোর্ট ব্যবহার করার দায়ে প্যারাগুয়ের একটি জেলে ৬ মাস বন্দী থাকার পর ব্রাজিলিয়ান বিশ্বখ্যাত ফুটবলার রোনাল্ডিনহো দেশে ফিরলেন। 

৪) আমেরিকার বিখ্যাত গায়ক জাস্টিন টাউন্স আর্ল ৩৮ বছর বয়সে চলে গেলেন। 

৫) লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার গুরুত্বপূর্ণ কিছু জায়গায় রাশিয়ায় তৈরী "ইগলা এস এয়ার" মিসাইল সহ সেনা মোতায়েন করল ভারত! 

৬) সংসদবিষয়ক ক্যাবিনেট কমিটির প্রস্তাব অনুযায়ী ১৪ সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর পর্যন্ত চলতে পারে সংসদের বাদল অধিবেশন! 

৭) পয়লা সেপ্টেম্বর থেকে "আনলক-ফোর" পর্বে লোকাল ট্রেন ও মেট্রো চালু করার চিন্তাভাবনা স্বরাষ্ট্রমন্ত্রকের! 

৮) ভারতী এয়ারটেল চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল ইঙ্গিত দিয়েছেন যে মোবাইল পরিষেবার খরচ বাড়তে পারে! 

৯) আই পি এল(২০২০)-এর আসর বসতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীর এই তিনটি শহরে -শারজা,আবুধাবি এবং দুবাই- এ! 

১০) আই পি এল-এর সেন্ট্রাল স্পনসরশিপের থেকে সরে দাঁড়াল Future Group! 

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক "কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
----------------------------------------------------------------
একটু হাসুন

 ঘেঁচুদাকে একদিন বৌদি  জিজ্ঞাসা করল : যদি আমি  কোনোদিন হারিয়ে যাই তুমি কি করবে?

ঘেঁচুদা পেপার পড়তে পড়তে উত্তর দিল: খবরের কাগজে বিজ্ঞাপন দেব।

বৌদি : কি লিখবে?

ঘেঁচুদা : যে পাবে তার।
_________________________________________
সংগ্রহযোগ্য বই

 

Post a Comment

2 Comments

  1. ভালো লাগলো/ পার্থপ্রতিম আচার্য

    ReplyDelete
  2. ভালো লাগলো/ পার্থপ্রতিম আচার্য

    ReplyDelete