জ্বলদর্চি

২৪ আগস্ট ২০২০

আ জ কে র  দি ন

24 August 2020
বাংলায় --- ৭ ভাদ্র ১৪২৭ সোমবার 

আজ, ভারতের বিপ্লবী রাজগুরুর জন্মদিন। পুরো নাম শিবরাম হরি রাজগুরু। ইনি হিন্দুস্থান সোসালিষ্ট রিপাবলিকান  দলের সদস্য ছিলেন। ব্রিটিশ পুলিশ অফিসার সন্ডার্সকে হত্যার দায়ে ১৯৩৩ সালের ২৩ শে মার্চ ভগত সিং ও সুখদেব থাপার সঙ্গে তাঁকেও ব্রিটিশ সরকার ফাঁসি দিয়েছিল। 

আজ,  কলকাতার  প্রথম সিভিল ইঞ্জিনিয়ার  নীলমণি  মিত্রের প্রয়াণ দিবস। বাগবাজারে নন্দলাল বসুর বাড়ি, যতীন্দ্রমোহন ঠাকুরের প্রাসাদ, পশুপতি বসুর বাড়ির নকশা ইত্যাদি ইনিই তৈরি করেন। মাহেশের রথের নকশাও নিজের হাতেই  তৈরি করেছিলেন।

আজ, ফিলিস্তানীয় নেতা ইয়াসির আরাফতের জন্মদিন। ইনি ১৯৯৪ সালে শান্তিতে  যৌথভাবে  নোবেল পুরস্কারে সম্মানিত হন।

ইতিহাস  থেকে জানা যায়,৭৯ খ্রিষ্টপূর্বাব্দে আজকের দিনে ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্নুৎপাতে পম্পেই ও হারকিউলেনিয়াম শহর দুটি  লাভার নিচে  চাপা পড়ে যায়। পরবর্তীকালে ১৮ শতকে শহর দুটিকে আবার পুনরাবিষ্কার হয়।

মনীষী উবাচ :
..প্রেম যখন যজ্ঞ করিতে বসে তখন নির্বিচারে আপনাকে রিক্ত করিয়া দেয়।(রবীন্দ্রনাথ ঠাকুর)
__________________________________
সংকলক- রুম্পা প্রতিহার
__________________________________ 
এ সময়ের দলিল...

Post a Comment

2 Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. আজকের দিনটি কলকাতা নগরীর প্রতিষ্ঠা দিবস হিসেবে ধরা হয়।
      সঙ্গীত শিল্পী কৃষ্ণচন্দ্র দে র জন্মদিন।
      ইংরেজ পরিচালক অভিনেতা রিচার্ড এটেনবরোর প্রয়ান দিবস।

      Delete