গুচ্ছ কবিতা
দি লী প ম হা ন্তী
শোক
কুয়াশায় ঢাকা পথখানি মুছে গেছে
বাতাসে বইছে ক্লান্ত শীতের রাত
প্রেত হয়ে আসে মেঘ ভাঙা বর্ষারা
পেরিয়ে চলেছি মহামারীর কাল!
ধুলো উড়ে আসে দীর্ঘ গাছের সারি
রাতজাগা পাখি ভুলে গেছে ডাক দিতে
পিয়ন এসে দরজায় কড়া নাড়ে
সমস্ত পাড়া ঘুমিয়ে পড়েছে শোকে!
দরজার ডাকে ছায়া এসে যেন থামে
আলোর আকাশে নড়ে ওঠে শুধু রোদ
কড়ার গায়ে মরীচিকা জমে আছে
ঠান্ডা হাওয়া ভুলিয়েছে চোরা স্রোত!
ফাল্গুন এসে চলে গেছে ধুলোপথে
গাছেরা আজকে ভীষণ বিপর্যস্ত
বন্ধ দরজা ভেতরে নিঃশ্বাস কাঁপে
জানালার কাছে এসেছে প্রখর গ্রীষ্ম।
বৃষ্টির ঘ্রাণ
ভারতবর্ষে চন্দন বন দস্যুর হাতে চাবি
ইতিহাস ঝরা শিপ্রার তীরে উজ্জয়িনীর ছবি!
দগ্ধ ভারতে রামগিরি জুড়ে যক্ষের একা বাস
পীড়িত এদেশে মেঘ এসে থামে দীর্ঘ বিরহ মাস!
মেঘ উড়ে চলে উত্তরদিকে অলকাপুরীর খোঁজে
পথে জনপদে সুন্দরী সারি বর্ষার জলে ভিজে!
বৃন্দাবনে যমুনার তীরে রাধা বসে ক্ষোভে-ত্রাসে
কানুর জন্য সাজানো কুঞ্জ ঘন বর্ষায় ভাসে...
ঋতু স্নান সারে যুবতী পৃথিবী নব বর্ষণে সিক্ত
উর্বরা হয় ফসল ফলায় নিজে সেই নারী রিক্ত!
বিভূতিভূষণ
সুবর্ণরেখার পাথর বইছে বিভূতিভূষণ স্মৃতি
রাতমোহানার ধূসর রক্তে লেখা আছে সেই ছবি!
ফুলডুংরির উজান বেয়ে কুন্তারা হেঁটে যায়
ধারাগিরির ঝর্ণার সুর ধাতুরিয়াকে নাচায়!
বুনো ফুল আর পাহাড়ের পথে ঈশ্বর উপাসনা
সারা বাংলার নির্যাস মাখা হৃদয়ের যন্ত্রণা!
পথের দেবতা এগিয়েই দেয় দূর মহাকাশ ধাম
বিশালাক্ষীর দুয়ারের কোণে সারা পৃথিবীর নাম।
পরিবর্তন
কোকিলের আজ রক্তচক্ষু
ভুলে গেছে ডাক দিতে
বসন্ত এসে গাছের ডালে
ঝরায় স্মৃতির মেঘ
কেউ ডেকে যায় কোকিলের মতো
কারও চোখ লাল ফুল
বসন্ত খোলে সবার দরজা
পথে পড়ে থাকে ভুল
কোকিলের শুধু রক্তচক্ষু
আকাশে বাতাসে ঝরে
দিনবদলের খবর কখনো
কোকিলের মনে পড়ে?
অসুখ
জঙ্গলের জীব হাঁটে রাজপথ ধরে
মানুষ রয়েছে ঘরে চোখে মুখে ভয়
সমস্ত পৃথিবী জুড়ে গভীর অসুখ
তবুও রাজনীতি করে ভোটপ্রার্থী মুখ!
মৃত্যুর দুয়ারে থামে ক্ষমতার রথ
সারথি এগিয়ে চলো মানুষের কাছে
শত শত অপরাধ স্বীকার অপেক্ষা
শুশ্রূষায় ভরে দাও পৃথিবীর বুক।
চৈত্রের পদাবলী
দোল পূর্ণিমা হারিয়ে গিয়েছে
শ্যাম রাই জ্বরে কাঁপে
গঙ্গার তীরে ভাঙন রোধের
প্রাচীর কারা মাপে!
ফাল্গুন জুড়ে বিষাক্ত হাওয়া
পলাশের মনে ভয়
রাঙ্গামাটি জুড়ে চাপা সন্ত্রাস
আবিরের বুকে ভয়!
তপ্ত প্রহর নিষিদ্ধ বেলা
দরজারা যায় ঘুমে
শ্যাম রাই কাঁদে মরা রাস্তায়
কীর্তন গান শুনে।
5 Comments
Asadharon kabitar gucho. Mon vore jay. Biswer ei charam durdiner din e jeno asar alo.
ReplyDeleteDarun laglo kobitagulo. Mon bhore gelo.
ReplyDeleteমন ভরানো গুচ্ছ কবিতার বুনন অব্যক্ত এক ভালোলাগার রেশ রেখে যায় ❤
ReplyDeleteমন ভরানো গুচ্ছ কবিতার বুনন অব্যক্ত এক ভালোলাগার রেশ রেখে যায় ❤
ReplyDeleteমন ভরানো গুচ্ছ কবিতার বুনন অব্যক্ত এক ভালোলাগার রেশ রেখে যায় ❤
ReplyDelete