জ্বলদর্চি

লৌকিক ধাঁধা

    সংগ্রহ 

নির্বাচিত লোককৃতি
(কবিতা)
সম্পাদক  হরপ্রসাদ সাহু, নীলোৎপল জানা
প্রকাশক - বাকপ্রতিমা
প্রথম প্রকাশ - ২০১৭
প্রচ্ছদ - মৃণাল শীল
মূল্য - ১০০/-
-------------------------------------------------

লৌকিক  ধাঁধা 
পূর্ব মেদিনীপুর লৌকিক  ধাঁধা-

১.
একখানা লম্বা 
দুইখানা গোল
চুলখানি ধরে
টেনে টেনে  তোল।

উত্তর -দাঁড়িপাল্লা

২.
তিন অক্ষরে  নাম তার 
অনেক  লোকে খায়
মাঝের অক্ষর  বাদ দিলে
জিনিস  রাখা হয়

উত্তর - তামাক

৩.
এতোটুকু  মেয়ে 
তার লালটুকটুক বরণ
রাজা বাদশা ও কেঁদে  আকুল
এমন তার ধরন।

উত্তর - পাকা মরিচ

৪.
মাথা নেই, দেহ নেই
পা আছে হাত নেই
কি আছে এমন জিনিস 
বলো দেখি ভাই? 

উত্তর - প্যান্ট ও পায়জামা 

৬.
বাঁশ,কাঠ লোহার তৈরি 
আছে এমন ধাপ
উপরে  উঠায় পটু
বলো কি তা বাপ? 

উত্তর - মই

৭.
অকূল সমুদ্র মেরু জল তাতে নেই
রাশি রাশি স্থলভাগ  ঘর, বাড়ি নেই।

বলো তো  কি? 

উত্তর - মানচিত্র


৮.
শীতকালে  যার নেই কো মান
গরম  কালে পায় সু-সম্মান। 

উত্তর - পাখা

৯.
কোন জল চোখে দেয়?

উত্তর - কাজল

১০.
কোন ধান পড়তে লাগে?

উত্তর - অভিধান 

 ---------------------------------
সংগ্রহ - বিমল মণ্ডল

Post a Comment

0 Comments