২/৯/২০২০
১) প্রায় ৬ মাস মথুরা জেলে আটক থাকার পর এলাহাবাদ হাইকোর্টের রায়ে মুক্তি পেলেন উত্তরপ্রদেশের চিকিৎসক ও সমাজকর্মী ডা. কাফিল খান!
২) মাননীয়া মুখ্যমন্ত্রীর ঘোষণা,চলতি মরশুমেই কলকাতার ইস্টবেঙ্গল ক্লাব ISL-এ অংশগ্রহণ করবে!
৩) আবার মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ যুবক,২৯ বছরের ঐ যুবকের নাম ডিজন কিজ্জি!
৪) আগামী ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা হবে অনলাইনে!
৫) ভারতবিরোধী ভুয়ো প্রচারের জন্য পাকিস্তানের ৪৫৩টি একাউন্ট নিষিদ্ধ করল ফেসবুক!
৬) চলতি মাসেও মিলবে না LPG সিলিন্ডারের ভর্তুকির টাকা!
৭) ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়-এর প্রয়াণে আজ বাংলাদেশে "জাতীয় শোক দিবস" পালিত হচ্ছে।
৮) আই পি এল(২০২০)- এর দ্বিতীয় অফিসিয়াল পার্টনার হল বেঙ্গালুরুর স্টার্ট- আপ সংস্থা "ক্রেড্"!
৯) দক্ষিণ কোরিয়া-র ভিডিও গেম PUBG-সহ ভারতে নিষিদ্ধ হল ১১৮টি চিনা app.
(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক "কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
____________________________________
একটু হাসুন
পাপ্পু :- বাবা, দিদির তো বিয়ে হয়ে গেল! এইবার আমি বিয়ে করবো।
বাবা :- বিয়ে করে বউকে খাওয়াবি কি?
পাপ্পু :- কেন? দিদির খাবার তো বেঁচে গেল, ওটাই খাবে!
বাবা নির্বাক!
_______________________________________
সংগ্রহযোগ্য বই
0 Comments