হাজার কবির হাজার কবিতা
সম্পাদনা - শ্যামলকান্তি দাশ, বিমল গুহ
প্রকাশক - সাহিত্যম
প্রথম প্রকাশ - ১৪১১
প্রচ্ছদ - ধ্রুব এষ
মূল্য - ২৫০/-
_____________________________________
লৌকিক ধাঁধা
পূর্ব মেদিনীপুরের লৌকিক ধাঁধা -
১.
জমিনের নীচে বাড়ি
পরছে লাল শাড়ি
ঘুরে লোকের বাড়ি।
বলো না দেখি কে সেটি?
উত্তর - লাল পিঁপড়ে
২.
আলুও না বেগুনও না
চিরলে চোখ হয়।
বলো তো কি?
উত্তর - পটল
৩.
কোন গ্রামে মানুষ নেই?
উত্তর - ওজন মাপার গ্রাম
৪.
পাখা নেই উড়ে চলে সুখ নেই ডাকে
বুক চিরে আলো ছুটে চিনতে পারো কি তারে?
উত্তর - এরোপ্লেন
৫.
কুন জিনিসের বাইরের দিকে অংশ খেয়ে
ভেতরের অংশটি আমরা ফেলে দিতে চাই।
বলো তো দেখি ভাই?
উত্তর - ভুট্টা
৬.
একটা বল কি ভাবে ছুঁড়লে আবার হাতে ফিরে আসে?
উত্তর - উপরের দিকে
৭.
বহু দিন না ঘুমিয়ে একজন মানুষ কি ভাবে বাঁচতে পারবে?
উত্তর - রাতে ভালোভাবে ঘুমোলে
৮.
হাত নেই, পা নেই
তবুও সে চলে
অনাহারে মরে মানুষ
এর অভাব হলে।
উত্তর - রোদ
৯.
সাবান, সোডা মাজন দিয়েও
ময়লা না ধুয়ে যায়
তিন অক্ষরে তারা ছাড়া
রান্নাতে সংশয় যে রয়।
উত্তর - কয়লা
১০.
দুই অক্ষরে নাম যার
সব দেশেতে থাকে
সব দেশেতে তার যে সুনাম,
দুর্নাম সবটাই থাকে টিকে।
উত্তর - নদী
---------------------------------
সংগ্রহ - বিমল মণ্ডল
0 Comments