জ্বলদর্চি

দিনের শেষে, একটু হাসুন ১ সেপ্টেম্বর ২০২০

 ১/৯/২০২০

১) ২০২০-'২১ মরশুমে এটিকে-মোহনবাগান ফুটবল ক্লাবের Official associate sponsor হল SRMB-TMT! 

) ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে কোন আন্তর্জাতিক বিমান প্রবেশ করবে না! 

৩) এখনও পর্যন্ত ভারতীয় রেল ৯৬০টি স্টেশনকে সৌরশক্তিতে রূপান্তরিত করতে সক্ষম হয়েছে!

৪) অবসান হল প্রণব মুখোপাধ্যায় যুগের! পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দিল্লির লোধি রোড মহাশ্মশানে আজ শেষকৃত্য সম্পন্ন! 

৫) এলাহাবাদ হাইকোর্টের ঐতিহাসিক রায়-
উত্তরপ্রদেশের চিকিৎসক ও সমাজকর্মী কাফিল খান-কে অবিলম্বে মুক্তি দিতে হবে। 

৬) গ্রিসে ব্রোঞ্জ যুগের স্থাপত্যশিল্প সংকটের মূহুর্তে দাঁড়িয়ে, মাইসিনের সভ্যতার প্রত্ন নিদর্শন যে অঞ্চলে রয়েছে, সেখানে দাবানল লেগেছে! 

৭) জাতীয় পরিসংখ্যান দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবর্ষের (এপ্রিল-জুন) ত্রৈমাসিকে দেশের গড় জাতীয় উৎপাদন কমল ২৩.৯ শতাংশ! 

৮) করোনা-লকডাউনে দেশের সেরা মোবাইল পরিষেবা দিয়েছে Airtel! গ্রাহকগণ খরচ করেছেন প্রতি মাসে ৪৭০০-৪৮০০ কোটি GB DETA

৯) ব্রাজিলের বিশ্বখ্যাত ফুটবলার নেইমার আগামী মরশুমে তাঁর পুরোনো ক্লাব "পি এস জি"-র সাথেই চুক্তিবদ্ধ হলেন। 

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
__________________________________

একটু হাসুন 

ক্লাসে পাপ্পু-কে উদাসভাবে বসে থাকতে দেখে অংকের মাস্টার জানতে চাইলেন-
" কি রে, কি এত ভাবছিস?"

পাপ্পু :- আমি ভাবছি যে একজন মাস্টার যদি সব সাবজেক্ট পড়াতে না পারে, তবে একজন ছাত্র সব সাবজেক্টে পাশ করবে কি করে!! 
মাস্টারমশাই বাকরুদ্ধ !
______________________________________
আজ প্রকাশিত হল
www.jaladarchi.com

Post a Comment

0 Comments