জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ১০ সেপ্টেম্বর ২০২০

কার্টুন - সুদেষ্ণা রায়চৌধুরী    


দিনের শেষে একটু হাসুন

বি শ্ব জিৎ  ক র 
     

১০/৯/২০২০

১) আগামী ১২ সেপ্টেম্বর রাজ্যে লকডাউন হচ্ছে না! 

২) নৌগাম ও পুঞ্চ এলাকায় পাকিস্তানের তরফে বেআইনি গুলিবর্ষণে শহিদ হলেন হরিয়ানার ২৩ বছর বয়সী ভারতীয় জওয়ান ভূপেন্দ্র সিং! 

৩) আম্বালার এয়ারবেসে প্রথা মেনে ফ্রান্সের যুদ্ধবিমান "রাফাল"-এর আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি হল ভারতীয় বায়ুসেনায়! 

৪) ভীমা-কোরেগাঁও-এলগার পরিষদ মামলায় তরুণ বিজ্ঞানী তথা অধ্যাপক পার্থসারথি রায়-কে তলব করল NIA(National Investigation Agency)!

৫) রাম মন্দিরের পর অযোধ্যায় গড়ে উঠতে চলেছে  "শ্রীরাম আন্তর্জাতিক বিমান বন্দর", অর্থ বরাদ্দ ৫২৫ কোটি টাকা! 

৬) "ফোর্বস"-ম্যাগাজিনের তথ্য অনুযায়ী মার্কিন ধনীদের  তালিকার শীর্ষে পুনরায় আমাজন-CEO জেফ বোজেস, সম্পত্তির পরিমাণ ১৯,৩৫০ কোটি ডলার! 
৭) "ড্রাগ কন্ট্রোলার জেনারেল  অফ ইন্ডিয়া"-র নোটিসের পরেই ভারতেও অক্সফোর্ড ও এস্ট্রাজেনেকা-র যৌথ উদ্যোগে তৈরী করোনা-প্রতিষেধক কোভিশিল্ড-এর তৃতীয় ধাপের  পরীক্ষা বন্ধ রাখল সিরাম ইন্সটিটিউট! 

৮) দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় প্রায় ১০০০ চিনা পড়ুয়ার ভিসা বাতিল করল আমেরিকা। 

৯) জ্বলছে মার্কিন মুলুকের অন্যতম উষ্ণ এলাকা ক্যালিফোর্নিয়ার বনাঞ্চল, পুড়ে ছাই ২৫ মাইল বনাঞ্চল! 

১০) "National School of Drama"-র প্রধান পদের দায়িত্বে এলেন অভিনেতা পরেশ রাওয়াল! 

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
______________________________________

একটু হাসুন 

স্ত্রী : বিয়ের আগে তুমি কত জায়গায় ঘুরতে নিয়ে যেতে, কত কিছু উপহার দিতে, এখন তো কিছুই করো না! 
স্বামী : নির্বাচনে জেতার পর কেউ কি আর প্রচার করে?
_________________________________________

Post a Comment

0 Comments