আ জ কে র দি ন
11 September 2020
বাংলায় ------ ২৫ ভাদ্র ১৫২৭ শুক্রবার
১৮৯৩ সালে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ বিশ্ব মহা ধর্ম সম্মেলনে ভারতবর্ষের প্রতিনিধি হয়ে তার ঐতিহাসিক বক্তৃতাটি দিয়েছিলেন।
আজ, বিখ্যাত হিন্দী ভাষী কবি মহাদেবী ভার্মার প্রয়াণ দিবস। আধুনিক কালের মীরা" বলা হয়।১৯৭৯ সালে সাহিত্যে আজীবন অবদানের জন্য সাহিত্যএকাদেমী পুরস্কারে সম্মানিত হন।
আজ, ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী বিনয় বসুর জন্মদিন। ইনি পরবর্তীকালে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে যুক্ত হয়ে বাদল ও দীনেশ গুপ্তের সাথে মিলিত হয়ে রাইর্টাস বিল্ডিং অভিযান করেন।
আজ, মার্কিন ছোট গল্পকার ও.হেনরির জন্মদিন। আসল নাম উইলিয়াম সিডনি পোর্টার।ও হেনরি তাঁর ছদ্মনাম। একসময়ের পাঠ্য-- The Gift of The Magi সেসময় সকলের -ই প্রিয় পাঠ্য ছিল।
আজ, প্রখ্যাত ইংরেজ সাহিত্যিক ডি এইচ লরেন্সের জন্মদিন।পুরো নাম ডেভিড হারবার্ট রিচার্ডস লরেন্স। তাঁর অন্যতম বহুল পঠিত উপন্যাস হলো 'Lady Chatterley's Lover- 'যা তৎকালে অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়েছিল।
আজ, ইংরেজ প্রাবন্ধিক ও কল্পবিজ্ঞানের লেখক জেমস জিনসের জন্মদিন। ফলিত গণিতের অধ্যাপক ছিলেন।তাঁর জনপ্রিয় বই 'The Universe Around Us এবং The Mysterious Universe চিরকালের শ্রেষ্ঠ সম্পদ।
২০০১ সালে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দুটি ও পেন্টাগনে একটি যাত্রীবাহী বিমান আঘাত হানে।অসংখ্য মানুষের প্রাণহানি ও সম্পদের ধ্বংস হয়।
মনীষী উবাচ :
আমাদের সবাইকেই প্রতিদিন সত্য গোপন করতে হয়, ভণ্ডামি করতে হয় এবং মিথ্যা বলতে হয়। নইলে শুরুতেই সামাজিক কাঠামো ভেঙে পরতো। ভালোর জন্য অন্যের সামনে অভিনয় অতি জরুরি,...। (ও. হেনরি)
_____________________________________
আগামীকাল
0 Comments