জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ১৬ সেপ্টেম্বর ২০২০


১৬/৯/২০২০

১) আগামিকাল পিতৃপক্ষ অবসানের মধ্যে দিয়ে শুরু হবে "একমাসব্যাপী" দেবীপক্ষের সূচনা! 

২) যে ৭টি সংস্থা করোনা-প্রতিষেধক বানানো এবং তার পরীক্ষামূলক প্রয়োগ করে দেখার অনুমতি পেয়েছে,তার মধ্যে মুকেশ আম্বানি-র সংস্থা "রিলায়েন্স লাইফ সায়েন্স"-ও আছে! 

৩) করোনা আবহে মার্চ মাস থেকে এখনও পর্যন্ত বলিউডের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৫০০০ কোটি টাকা! 

৪) ভারতে ৭০,০০০ কর্মী নিয়োগ করবে ফ্লিপকার্ট! 

৫) এবার থেকে "জি ফাইভ"-এর প্রিমিয়ারে সত্যজিৎ রায়ের ছবিও দেখা যাবে। 

৬) "দি জাকার্তা পোস্ট"-এর প্রতিবেদন অনুযায়ী ইন্দোনেশিয়াতে মাস্ক না পরলেই পাঠিয়ে দেওয়া হচ্ছে কবরস্থানে !

৭) কেন্দ্রীয় সরকারের নির্দেশ সত্ত্বেও রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে সেপ্টেম্বরে খুলছে না স্কুল, কলেজ! 

৮) কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে দেশে করোনা ভ্যাকসিন তৈরীর জন্য সরকারী সাহায্য পাচ্ছে ৩০টি সংস্থা! 

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
_________________________________________

 এ ক টু  হা সু ন 

এক কিপটে লোক মৃত্যুশয্যায়.....
কিপটে লোক : ওগো, তুমি কোথায়? 
স্ত্রী : এই তো এখানে গো! 
কিপটে লোক : মেয়ে - জামাই কোথায়? 
মেয়ে : আমরাও এখানে আছি। 
কিপটে লোক : তা'হলে পাশের ঘরের পাখাটা চলছে কেন?
------------------------------------------------------------------
আগামীকাল প্রকাশ পাবে

সকাল ঠিক ১০.৩০ মিনিটে
 

জ্বলদর্চি শারদ উৎসব ১৪২৭
সূচনাপর্ব - মহালয়া ১৭ সেপ্টেম্বর ২০২০


মহালয়ার প্রাক্কালে
সুধাংশুশেখর মুখোপাধ্যায় 

চণ্ডীপাঠ
আদিদেব ত্রিপাঠী

গান
মায়া দে

আগমনী নৃত্য 
মৈত্রেয়ী নন্দ

মহালয়ার গদ্য
তুলসীদাস মাইতি  পার্থ সারথি চক্রবর্তী  মুক্তি দাশ

গ্রন্থ প্রকাশ
নক্ষত্র বীথি / নারায়ণ প্রসাদ জানা

চিত্রকলা
পবিত্র দাস, রবীন্দ্রনাথ কপাট 

ফোটোগ্রাফি - রাকেশ সিংহ দেব, গৌতম মাহাতো

ভিডিও এডিটিং - ঋতরূপ ত্রিপাঠী






   

Post a Comment

1 Comments