জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ২৭ সেপ্টেম্বর ২০২০

দিনের শেষে একটু হাসুন   

২৭/৯/২০২০

১) দীর্ঘ ৩৪ বছরের সাংসদ এবং দেশের প্রাক্তন অর্থ,প্রতিরক্ষা ও বিদেশমন্ত্রী যশবন্ত সিং ৮২ বছর বয়সে প্রয়াত হলেন। 

২) আজ আই পি এল-এর ৯ম ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়ালস ও কিংস ইলেভেন পাঞ্জাব,শারজা ক্রিকেট স্টেডিয়ামে! 

৩) দেশের মধ্যে প্রথম রাজ্য হিসাবে খোলা বিড়ি-সিগারেট বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল মহারাষ্ট্র

৪) রাজ্য শিক্ষাদপ্তর কর্তৃক প্রকাশিত "আমাদের বিদ্যাসাগর" বইটি রাজ্যের আই সি এস ই এবং সি বি এস ই বোর্ডের পড়ুয়াদের বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী! 

৫) সাম্প্রতিক এক সমীক্ষা মারফত জানা গেছে যে দেশের ৫ ধনীতম মহিলা হলেন(ক্রমানুযায়ী):-
রোশনি নাদার, স্মিতা ভি কৃষ্ণা,কিরণ নাদার, কিরণ মজুমদার শ', মঞ্জু দেশবন্ধু গুপ্তা! 

৬) দেশের সর্বোচ্চ বিজ্ঞান সম্মান "শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার" পেলেন এই ৬ বাঙালি :-
রজতশুভ্র হাজরা, অভিজিৎ মুখোপাধ্যায়, সূর্যেন্দু দত্ত, শুভদীপ চট্টোপাধ্যায়, সুরজিৎ ধাড়া, কিংশুক দাশগুপ্ত!

৭) রাষ্ট্রসঙ্ঘের সভায় গোটা বিশ্বকে ভ্যাকসিন সরবরাহের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র! 

৮) আই এস এল-এ একাদশতম দল হিসেবে কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবের নাম ঘোষিত! (দলের নাম পরে জানা যাবে!)

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)

____________________________
 একটু হাসুন 


গাড়ির ব্রেক্ হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে! বল্টু আচমকা তীব্র গতিতে গাড়ি চালানো শুরু করল!

পাপ্পু : এত জোরে চালাচ্ছিস কেন? 

বল্টু : এক্সিডেন্টের আগে বাড়ি পৌঁছতে হবে তো!
-------------------------------------------------------------------
 আগামীকাল সকাল ১০.৩০ প্রকাশ পাবে
    

Post a Comment

0 Comments