জ্বলদর্চি

দিনের শেষে একটু হাসুন ৩০ সেপ্টেম্বর ২০২০

দিনের শেষে 
৩০/৯/২০২০

১) চলচ্চিত্রায়িত হতে চলেছে রবিঠাকুরের জীবনের শেষ ৩টি উপন্যাসের একটি "দুই বোন"!(পরিচালক : শুভজিৎ মিত্র, চলচ্চিত্র: মায়া মৃগয়া!) 

২) আজ আই পি এল-এর ১২-তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়ালস, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। 

৩) উত্তরপ্রদেশের হাথরাসে গণধর্ষণের শিকার ১৯ বছরের  দলিত যুবতী মনীষা বাল্মীকি-র টানা ১৪ দিন লড়াই-এর পর মৃত্যুর প্রতিবাদে গোটা দেশ সোচ্চার! 

৪) ১৯৯২ সালের ৬ ডিসেম্বরের বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় -
৩২ জন অভিযুক্তই বেকসুর খালাস! 

৫) শূকর ও কিউলেক্স প্রজাতির থেকে আর্থোপডবাহিত ভাইরাস "ক্যাট কিউ" উদ্বেগের কারণ হয়ে উঠেছে, জানাল Indian Council of Medical Research(ICMR)! বর্তমানে সংক্রমণ ঘটেছে চীন ও ভিয়েতনামে, ভারতেও সংক্রমণের সম্ভাবনা আছে। 

৬) সুপ্রিম কোর্ট জানিয়েছে যে UPSC-র সিভিল সার্ভিস পরীক্ষায় স্থগিতাদেশ নয়, নির্ধারিত দিনেই হবে! 

৭) লকডাউন পর্বে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য  সমাজসেবী তথা অভিনেতা সোনু সুদ-কে "এস ডি জি স্পেশাল হিউম্যানেটারিয়ান একশন্ এওয়ার্ড"-সম্মানে ভূষিত করল United Nations Development Programme(UNDP)!

৮) চীনের সঙ্গে সংঘাতের আবহে এবার বর্ধিত পাল্লার " সুপারসনিক ব্রক্ষ্মস ক্রুজ মিসাইল"-এর সফল উৎক্ষেপণ করল ভারত, রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে তৈরী ক্ষেপণাস্ত্রটি এবার ৪০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম! 

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
__________________________________________

একটু হাসুন 

ম্যাজিস্ট্রেট : ২০ টাকা পকেট মারার জন্য তোমাকে ১০০ টাকা জরিমানা করা হল! 
পকেটমার : ঠিক আছে স্যার! আমার কাছে তো এখন ২০ টাকা আছে,বাকি টাকার জন্য  যে আমাকে একবার ছাড়তে হবে!
__________________________________________
আগামীকাল প্রকাশ পাবে।    


Post a Comment

0 Comments