৯/৯/২০২০
১) বিশ্বের ২য় ফুটবলার হিসাবে দেশের হয়ে একশত গোল করলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!
২) করোনা ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও এস্ট্রাজেনেকা!
৩) "সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি"(CMIE)-র রিপোর্ট অনুযায়ী দেশে চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ২ কোটি ১০ লক্ষ বেতনভুক কর্মী কাজ হারিয়েছেন!
৪) ভারতীয় রেল বোর্ডের তরফ থেকে প্রকাশিত নতুন নির্দেশিকায় জানানো হয়েছে যে রেলের স্লিপার কোচ এবং রিজার্ভেশন কোচগুলিকে এবার থেকে এ সি কোচে রূপান্তরিত করা হবে।
৫) কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী ২১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হবে।
৬) ১৬০টি দেশের ১৬০০ প্রকল্পের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের "সবুজ সাথী" প্রকল্পকে সেরার স্বীকৃতি দিল রাষ্ট্রসঙ্ঘ!
৭) ইহুদী-আরব দ্বন্দ্ব মিটিয়ে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!
৮) দেশীয় কোন সংস্থার হাত ধরেই আবার ফিরে আসতে পারে অনলাইন গেম PUBG.
(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক "কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
_____________________________________
একটু হাসুন
কার্টুন - সুদেষ্ণা রায়চৌধুরী
রামবাবু : আচ্ছা, খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে কোন কাজ হয়?
শ্যামবাবু : অবশ্যই হয়! গত মাসে বিজ্ঞাপন দিয়েছিলাম যে দোকানের জন্য একটা নাইট গার্ড চাই! সেই রাতেই দোকানে চুরি হয়েছিল।
___________________________________________
সংগ্রহ করুন
0 Comments