জ্বলদর্চি

১০ সেপ্টেম্বর ২০২০

আ জ  কে  র  দি  ন 

10 September  2020
বাংলায় ---২৪ ভাদ্র ১৪২৭  বৃহস্পতিবার 

আজ, বাংলার শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক  সুকুমার রায়ের প্রয়াণ দিবস। ছোটদের পত্রিকা সন্দেশ- এর সম্পাদক।তাঁর আবোল তাবোল,পাগলা দাশু, হ-য-ব-র-ল ইত্যাদি গ্রন্থতো বিশ্ব সাহিত্যের  সেরা সম্পদ।

আজ,বাংলার বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস। তাঁর বাঘা যতীন নামটাই বহুল পরিচিত।বুড়িবালামের তীরে সঙ্গীদের নিয়ে ইংরেজদের বিরুদ্ধে  মরণপণ লড়াই করেন। অবশেষে আজকের দিনে বালেশ্বর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ, বাঙালি শিশু সাহিত্যিক পুণ্যলতা চক্রবর্তীর জন্মদিন। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর কন্যা। তাঁর লেখা গ্রন্থগুলি ছোটবেলার দিনগুলি, ছোট ছোট গল্প,
সাদিব ম্যাজিক, গাছপালার কথা, রাজবাড়ি বাংলা সাহিত্যের  সম্পদ।

আজ, ভারতীয় চিত্রশিল্পী অসিতকুমার হালদারের জন্মদিন। ইনি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের একজন সহকারী ছিলেন। তাঁর উল্লেখযোগ্য শিল্পকর্ম  যশোদা ও শ্রীকৃষ্ণ, ভারত মাতার জাগরণ, রাসলীলা, অগ্নিময়ী সরস্বতী, ওমর খৈয়াম ইত্যাদি 


আজ, স্বাধীনতা সংগ্রামী  গোবিন্দবল্লভ পন্থের জন্মদিন। দক্ষ আইনজীবী ছিলেন। কাকোরি ষড়যন্ত্র মামলা  লড়ে ছিলেন। ১৯৫৭ সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হন। 

আজ, ইংরেজ  নারীবাদী লেখিকা মেরি ওলস্টোনক্রাফটের প্রয়াণদিবস।১৭৯২ সালে লেখা তাঁর শ্রেষ্ঠ রচনা 'আ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওম্যান' গ্রন্থে তিনি যুক্তি দেখিয়েছেন যে নারী প্রাকৃতিকভাবেই পুরুষ অপেক্ষা হীন নয়। শিক্ষার অভাবেই নারী পুরুষের চেয়ে পিছিয়ে পড়ে।

আজ, আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ  দিবস।


মনীষী উবাচ :
কিছুর জন্য নহে, শুধুমাত্র দশজনের জন্যই দশজনকে লইয়া জমাইয়া বসা, মানুষকে ভালো লাগে বলিয়াই মানুষকে একত্র করিবার নানা উপলক্ষ সৃষ্টি করা, এ এখনকার দিনে একেবারেই উঠিয়া গিয়াছে।(রবীন্দ্রনাথ  ঠাকুর)
-------------------------------------------------------------------

প্রতিদিন রাত্রি ১০ টায়
নজর রাখুন 
   

Post a Comment

0 Comments