জ্বলদর্চি

১৮ সেপ্টেম্বর ২০২০

আ জ কে র  দি ন 

18 September 2020
বাংলায় ----১ আশ্বিন ১৪২৭ শুক্রবার 


আজ, বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক  রাজনারায়ণ বসুর  প্রয়াণ দিবস। 

আজ, বিখ্যাত  চলচ্চিত্র অভিনেত্রী শাবানা আজমির জন্মদিন। ইনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। 

আজ, বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক রাজনারায়ণ বসুর  প্রয়াণ দিবস। ইনি একাধারে শিক্ষাবিদ, সাহিত্যিক, জাতীয়তাবাদী চিন্তাবিদ।অসাধারণ বক্তা ছিলেন।বক্তৃতার মাধ্যমে মানুষের মনে সহজেই জাতীয়তাবাদের বীজ বপন করতে পারতেন।

আজ, বাংলায় কল্পকাহিনির লেখক জগদানন্দ রায়ের জন্মদিন। রবীন্দ্রনাথ যখন ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন তখন তিনি জগদানন্দকে শান্তিনিকেতনে নিয়ে আসেন একজন শিক্ষক হিসেবে।বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার  অপূর্ব নির্দশন তাঁর লেখা  প্রকৃতি পরিচয়, বৈজ্ঞানিক, গ্রহ নক্ষত্র, পোকামাকড়, বিজ্ঞানের গল্প, গাছপালা, পাখী, শব্দ, চুম্বক,  নক্ষত্র চেনা, বাংলার পাখী ইত্যাদি গ্রন্থে  মেলে। 
আজ, প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর প্রয়াণ দিবস। উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতি কথা।তাছাড়া ক্লাইভ বেলের Civilization গ্রন্থ অবলম্বনে রচিত সভ্যতা এবং বার্ট্রান্ড রাসেলের Conquest of Happiness গ্রন্থের অনুবাদ করেন সুখ নামে।অনুবাদ হলেও তাঁর  এইসব লেখনীতে মুক্তবুদ্ধি, মননশীলতা, মানবতার ছাপ পাওয়া যায়। 

আজ, ইংরেজি ভাষায়  প্রথম অভিধান প্রণেতা ড. স্যামুয়েল জনসন -এর জন্মদিন। অক্সফোর্ড ডিকশনারি  প্রকাশের পূর্ব পর্যন্ত তাঁর নয় বছর ধরে অধ্যবসায়ের পর ১৭৫৫ সালে প্রকাশিত  'আ ডিকশনারি অব দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ' গ্রন্থটি আধুনিক ইংরেজি ভাষায় ব্যাপক প্রভাব ছিল। 

আজ, ড্যাগ হামারশোল্ডের প্রয়াণ দিবস। তার পুরো নাম ড্যাগ হালমার আগ্নে কার্ল হামারশোল্ড।ইনি
সুইডেনের খ্যাতিমান কূটনীতিবিদ, অর্থনীতিবিদ এবং লেখক ছিলেন। 
জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব পদে থাকাকালীন বিমান দুর্ঘটনায় মারা যান। ১৯৬১ সালে মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার সম্মানিত হন।

মনীষী উবাচ :
সমস্ত মানুষের মনের সঙ্গে মনের একটি অখণ্ড গভীর যোগ আছে; তাহার এক জায়গায় যে-শক্তির ক্রিয়া ঘটে অন্যত্র গূঢ়ভাবে তাহা সংক্রামিত হইয়া থাকে।(রবীন্দ্রনাথ ঠাকুর)
-----------------------------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার
------------------------------------------------------------------ 
জ্বলদর্চি শারদ উৎসব ১৪২৭
সূচনাপর্ব - মহালয়া ১৭ সেপ্টেম্বর ২০২০

www.jaladarchi.com 
স্কেচ - সুদেষ্ণা রায়চৌধুরী   


মহালয়ার প্রাক্কালে
সুধাংশুশেখর মুখোপাধ্যায় 

চণ্ডীপাঠ
আদিদেব ত্রিপাঠী

গান
মায়া দে

আগমনী নৃত্য 
মৈত্রেয়ী নন্দ

মহালয়ার গদ্য
তুলসীদাস মাইতি  পার্থ সারথি চক্রবর্তী  মুক্তি দাশ

গ্রন্থ প্রকাশ
নক্ষত্র বীথি / নারায়ণ প্রসাদ জানা

চিত্রকলা
পবিত্র দাস, রবীন্দ্রনাথ কপাট 

ফোটোগ্রাফি - রাকেশ সিংহ দেব, গৌতম মাহাতো

ভিডিও এডিটিং - ঋতরূপ ত্রিপাঠী

Post a Comment

0 Comments