জ্বলদর্চি

প্রেমকাব্য -৬২ তম পর্ব /মঙ্গলপ্রসাদ মাইতি

প্রেমকাব্য
৬২ তম পর্ব

মঙ্গলপ্রসাদ মাইতি


 বসন্ত বাতাসে কেঁপে ওঠা নবকিশলয়ের মতো তোমার প্রেমের অনির্বচনীয় ছোঁয়া আমার হৃদয়কে দুলিয়ে যায়, নাড়িয়ে যায়, আমি অনুভব করি অদ্ভুত এক ভালোলাগার শিহরণ যা কখনো তোমাকে আমার থেকে বিচ্যুত করতে পারে না, আমি বারবার তোমার ছোঁয়াটুকু পাবার জন্য লালায়িত হই। আমার সারা ভূমণ্ডল জুড়ে বিরাজ করে তোমার অস্তিত্ব, সুন্দরভাবে আমি তার টের পাই, আমার অন্তর নেশালাগা ঘোরের মতো আচ্ছন্ন হয়, তোমাকে ছাড়া আমার আর অন্য কোনো স্বপ্ন দেখা হয়ে ওঠে না। তোমার কোমল ছোঁয়ার শিহরণে আমি এতটাই আপ্লুত হয়ে পড়ি আমি আর আমার মধ্যে থাকতে পারিনা আমি কেমন করে যেন তোমার হয়ে পড়ি-তোমার সুখই আমার সুখ হয়ে দাঁড়ায়, তোমার 
আনন্দ আমার আনন্দ হয়ে ওঠে।
   অনেকদিন পর বৃষ্টিতে ভিজলাম। তুমি পাশে ছিলে বলে ভেজাটা আমার ষোলকলা পূর্ণ হল, আমার হৃদয়তটে জোয়ার এল, সিক্ত হল আমার বুকের রুক্ষ জমিন, খরায় পোড়া দগ্ধ দু’চোখে নেমে এল শান্তির বারিধারা, অনুভব করলাম অনির্বচনীয় স্পর্শসুখ, তৃপ্ত হল আমার অন্তর-কতকাল ধরে তীব্র অগ্নিবাণে জর্জরিত হওয়া বুভুক্ষু চিত্ত শীতল বর্ষণে মাতাল হল-আমি বুঝি বেঁচে উঠলাম নতুন করে। তোমাকে নিয়ে বৃষ্টি ভেজায় এত যে আনন্দ আছে, এত যে তৃপ্তি আছে সারা দেহ-মন জুড়ে তারই জয়গান শুনতে পেলাম।
   তোমার কাছ থেকে বিন্দু বিদু ভালোবাসা নিয়ে আজ আমি নিজেই এক ভালোবাসার সাগরে পরিণত হয়েছি –তাই আজ যখন-তখন আমার উত্তাল ঢেউ নিয়ে তোমাকে ছোট্ট নদীটি করে আমার বুকের মাঝে টেনে নিই, তোমাকে আমার ভালোবাসার নিবিড় বন্ধনে আবদ্ধ করে নিয়ে শোনাই আমার ভালোবাসার গল্প। এক তীব্র আকর্ষণে তুমিও ছুটে আসো
আমার কাছে। আমার ভালোবাসা, তোমার প্রেম সব একাকার হয়ে যায়। সাগর আর নদী একই স্বপ্নে বিভোর হয়। 
   ভালোবাসার সাথে আমার যোগ তো আজকের নয় সে বহুকাল আগে, মাতৃজঠর থেকেই। আমি এসেছি জানতে পারার পর থেকেই ভিতরে ভিতরে মায়ের সে কী উল্লাস! বুকের জমিনে বয়ে গেছে সীমাহীন আনন্দের ফল্গুধারা।হাঁটা-চলা, শোওয়া-বসায় কেবলই সতর্কতা আর সাবধানতা, পরিমিত আহার, ডাক্তারের সান্নিধ্যে থাকা – সে আমি ভালো থাকবো বলেই, আমার প্রতি ভালোবাসা ছিল বলেই। ঘুমিয়ে ঘুমিয়েও কত অলীক স্বপ্ন দেখা মায়ের কখনো কখনো ধড়পড় করে উঠে বসা, পাশে শুয়ে থাকা বাবার আকুল জিজ্ঞাসা-কীগো, কষ্ট হচ্ছে? জল খাবে? মায়ের সামনে বাবার জলের গ্লাস এগিয়ে দেওয়া সেও তো আমার প্রতি নি:স্বার্থ ভালোবাসা ছুঁয়েছিল বলেই। জন্মের সময় কত রক্তপাত, নাড়ি ছিঁড়ে যাচ্ছে-মায়ের সে কি যন্ত্রণা, সে কি ব্যাথা-তবুও মুখ বুজে সব সহ্য করা- হাসিমুখে সব কষ্টকে জয় করে নেওয়া – এ তো অপার ভালোবাসা ছাড়া আর কিছু নয়। আজ তুমি পাশে – ভালোবাসার অমল পরশ দিয়ে আমাকে স্নিগ্ধ-শীতল করছো-আসলে সব ভালোবাসাই এক – শুধু তার রঙটাই আলাদা- বিভিন্ন রূপে সে ধরা দেয়। 
   তোমার অপরূপ সৌন্দর্য একান্তভাবে তোমারই, তোমার অনবদ্য রূপলালিমা তাও তোমার নিজস্বই, তোমার সারা অঙ্গের লাবণ্য সে তোমার ছাড়া তো আর কারুর নয়। এই অপূর্ব রূপ-সৌন্দর্যকে আমি আমার দুচোখ ভরে দেখে যেতেই পারি, তাকে হৃদয়ের সম্মান জানতে পারি, একটুখানি ছুঁয়ে দেখার সাধ হলে ছুঁতে পারি, নচেত আর কী করতে পারি? বড়োজোর তোমার সৌন্দর্যের উপর আমি রাখতে পারি আমার ভালোবাসার একটি চুম্বন। তবে ঠিক তোমার সৌন্দর্য সময় সময় পাগল করে দেয়, এক দুর্নিবার আকর্ষণে আমাকে তোমার দিকে টেনে নিতে চায়, তুমি মুখে না বললেও তোমার এই অলৌকিক সৌন্দর্যসুধা আমাকে যেন এই কথাটাই বলে, এই সৌন্দর্য তোমার জন্যই সৃষ্টি, একে তুমি রাঙিয়ে নাও তোমার মতো করেই-তাইতো কখনো কখনো আমি সব ভুলে বেয়াড়ার মতো তোমার বুকে ঝাঁপিয়ে পড়ি। 
🍂
ad

62nd Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya

    The indescribable touch of your love shakes my heart like a newcomer trembling in the spring wind, I feel a strange thrill of love that can never deviate you from me, I yearn again and again for your touch.  Your existence exists all over my planet, beautifully I feel it, my heart is overwhelmed like a drug addict, I have no other dreams but you.  I am so overwhelmed by the thrill of your gentle touch that I can no longer be in me, how can I be yours - your happiness becomes my happiness, your  Joy became my joy.
    After a long time I got wet in the rain.  I was wet because you were by my side, my sixteen arts were full, the tide came to my heart, the rough ground of my chest was wet, the rain of peace descended on my eyes burnt by drought, I felt indescribable touch, my heart was satisfied with how long  My heart was drunk in the cold rain - I realized and survived anew.  There is so much joy, so much contentment in the rain soaked with you, I heard his triumph all over my body and mind.
    Bindu Bidu from you, today I have become a sea of love myself - so today, sometimes, with my surging waves, I pull you into my chest like a small river, I listen to your love story by tying you in the tight bond of my love.  You too come running with an intense attraction
 To me  My love, your love all becomes one.  The sea and the river are living in the same dream.
    My connection with love is not of today, it was long ago, from the womb.  Ever since I came to know what a joy she is inside mom!  The flow of boundless joy has flowed in the ground of the chest. Walking, sleeping, sitting, only caution and caution, moderate diet, being close to the doctor - he said I would be fine, because he loved me.  How many illusory dreams does the mother have when she is asleep?  Drink water?  Giving a glass of water to my father in front of my mother also touched my selfless love.  How much bleeding at birth, the pulse is tearing - what is the pain of the mother, what is the pain - yet to endure everything with a smile - to overcome all the pain with a smile - this is nothing but infinite love.  Today you are by my side - you are soothing and cooling me with the amal kiss of love - in fact all love is one - only its color is different - it catches in different forms.
    Your unique beauty is exclusively yours, your impeccable beauty is also your own, the beauty of your whole body is none other than you.  I can see this wonderful beauty with my two eyes, I can know the respect of my heart, I can touch it if I want to touch it a little bit, otherwise what else can I do?  For the most part I can put a kiss of my love on your beauty.  But your beauty just drives me crazy from time to time, it wants to pull me towards you with an irresistible attraction, even if you don't say it in your mouth, let this miraculous beauty of yours tell me this, this beauty is created for you, you paint it like you-so never  Sometimes I forget everything and jump on your chest like a barber.

Post a Comment

0 Comments