জ্বলদর্চি

২০ সেপ্টেম্বর ২০২০

আ জ কে র   দি ন 

20 September 2020
বাংলায় --- ৩ আশ্বিন ১৪২৭ রবিবার


আজ, ছান্দসিক  প্রবোধচন্দ্র সেনের প্রয়াণ দিবস। বাংলা সাহিত্যে ছন্দ বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি। পাশাপাশি রবীন্দ্র চর্চাও করেছেন।তাঁর  লেখা রবীন্দ্র দৃষ্টিতে অশোক,  রবীন্দ্র দৃষ্টিতে কালিদাস এবং ভারতপথিক রবীন্দ্রনাথ বইগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য।

আজ, সমাজতান্ত্রিক, নারীবাদী  অ্যানি বেসান্তের প্রয়াণ দিবস। ইনি  ভারতীয় রাজনীতিতেও যুক্ত হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে  ভারতে গণতন্ত্রের প্রতিষ্ঠা এবং ব্রিটিশ সাম্রাজ্য মধ্যেই কর্তৃত্ব পেতে, হোম রুল লীগ চালু করতে সহায়তা করেছিলেন। ১৯১৭ তে ইনি ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি  নির্বাচিত হন।

১৯৪৬ সালে আজকের দিনে প্রথম কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে প্রায় প্রতিবছরের মে মাসের দিকে ফ্রান্সের কান শহরে এই উৎসব পালিত হয়।২০০২ সালে এই চলচ্চিত্র উৎসবকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্বীকৃতি দেওয়া হয়।

মনীষী উবাচ :
 আমাদের দেশে স্ত্রী যেমন স্বামীর অধীনতা স্বীকার করিয়াই স্বামীর উপর কর্তৃত্ব করিতে পারে, এ দেশে গানও তেমনি বাক্যের অনুবর্তন করিবার ভার লইয়া বাক্যকে ছাড়াইয়া যায়।(রবীন্দ্রনাথ ঠাকুর)
------------------------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার 
------------------------------------------------------------
সংরক্ষণযোগ্য বই
  

Post a Comment

1 Comments