জ্বলদর্চি

বব ডিলান ও তাঁর কবিতা /সৌম্যদীপ চক্রবর্তী

বব ডিলান ও তাঁর কবিতা


 সৌম্যদীপ চক্রবর্তী

সাহিত্য, সংস্কৃতি ও জীবনচর্চায় অনন্য অবদানের জন্য প্রতি বছর বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিকেরা নোবেল পুরস্কারে ভূষিত হয়ে থাকেন। নোবেল পুরস্কারের সাথে জড়িয়ে রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস। বিগত দুই দশকে নোবেল পুরস্কারের ইতিহাস ও পরম্পরা আরো সমৃদ্ধ হয়েছে, দীর্ঘায়িত হয়েছে সাহিত্যে নোবেল জয়ীর তালিকা। বিগত দুই দশকে সাহিত্যে নোবেল প্রাপকদের তালিকা থেকে 'সুইডিশ আকাদেমি' কর্তৃক প্রস্তুত মনোনয়ন, নির্বাচন ও স্বীকৃতি পত্রে 'কবি' হিসেবে উল্লেখিত চার জন বিশ্ববন্দিত কবির নির্বাচিত কবিতার অনুবাদ করার প্রয়াস রইলো এই পর্ব গুলিতে।


পর্ব: ১

বব ডিলানের নির্বাচিত কবিতার অনুবাদ

বব ডিলান: সংক্ষিপ্ত কবি-পরিচিতি

মার্কিন গায়ক, গীতিকার, লেখক, কবি বব ডিলান (রবার্ট অ্যালেন জিম্মারমান) ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন। বিশ্বজনীন মূল্যবোধের অবক্ষয়, আর্থিক মান্দায় জর্জরিত সমাজ ব্যবস্থায় নাভিশ্বাস ওঠা মানুষ বার বার ঘুরে দাঁড়ানোর রসদ খুঁজে পেয়েছে ডিলানের রক, পপ, জ্যাজ ও লোক সংগীতে। মাটির গন্ধ মেশা ডিলানের লোক-সংগীত কিন্তু আঞ্চলিকতায় আবিষ্ট নয়। ডিলানের লোক-সংগীতে সুরের এক সার্বিক, বিশ্বজনীন আবেদন রয়েছে যা দেশ, কাল, জাতি, বর্ণ ভেদে মানুষের মনকে নাড়া দিয়েছে। সুরের মাদকতার সাথে সাথে তার গানের পরিভাষা বিশেষ ভাবে মানুষের মনকে নাড়া দিয়ে যায়। ১৯৭১ সালে প্রকাশিত তাঁর কবিতার সংকলন 'ট্যারানটুলা' পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে এক বিশেষ গদ্য-কবিতার আঙ্গিককে সামনে নিয়ে আসে। ২০১৬ সালে ডিলান নোবেল পুরস্কারে ভূষিত হন। 'সুইডিশ আকাদেমি'-র পেশ করা স্বীকৃতি পত্র অনুযায়ী, "মার্কিন ঘরানার গানের উৎকর্ষতা বৃদ্ধির মধ্যে দিয়ে সমূর্ণ নতুন স্বাদের এক কাব্যকৃতি ও নান্দনিক অভিব্যক্তি প্রতিষ্ঠার জন্য" বব ডিলান এই স্বীকৃতি পান।


(১)

মৃত্যুর জন্য প্রস্তুতি

মনে বেশ মজা বোধ করছি, ঈশ্বর,
মনে হয় আমি মৃত্যুর প্রস্তুতি নিচ্ছি, মৃত্যুর প্রস্তুতি
মনে বেশ মজা বোধ করছি, ঈশ্বর
মনে হয় আমি মৃত্যুর প্রস্তুতি নিচ্ছি
তবে, মরার বিষয়ে আমি কিছু মনে করি না
কিন্তু ক্রন্দনরত সন্তানদের ফেলে যাওয়াকে আমি ঘৃণা করি

আর, আমি চেয়ে দেখি অদূরের ওই সমাধিক্ষেত্রকে
চেয়ে দেখি অদূরের ওই সমাধিক্ষেত্রকে
যাকে নিশ্চিতভাবেই একা লাগে, ঈশ্বর, সূর্য অস্তমিত হওয়ার পরে

দৃষ্টিতে মজার রেশ টের পাচ্ছি, ঈশ্বর,
মনে হয় আমি মৃত্যুর প্রস্তুতি নিচ্ছি, মৃত্যুর প্রস্তুতি
দৃষ্টিতে মজার রেশ টের পাচ্ছি, ঈশ্বর
মনে হয় আমি মৃত্যুর প্রস্তুতি নিচ্ছি 
তবে, মরার বিষয়ে আমি কিছু মনে করি না কিন্তু
ক্রন্দনরত সন্তানদের ফেলে যাওয়াকে আমি ঘৃণা করি
ঐ উঠছে কালো ধোঁয়া, ঈশ্বর

মাথার ওপর দিয়ে উঠে চলেছে, মাথার ওপর দিয়ে
মাথার ওপর দিয়ে উঠে চলেছে, মাথার ওপর দিয়ে
আর যীশুকে বলে যাচ্ছে আমার মৃত্যুশয্যা প্রস্তুতের কথা।

বেশ মজায় হেঁটে চলেছি, ঈশ্বর  
মনে হয় আমি মৃত্যুর প্রস্তুতি নিচ্ছি, মৃত্যুর প্রস্তুতি
হ্যাঁ বেশ মজায় হেঁটে চলেছি, ঈশ্বর  
মনে হয় আমি মৃত্যুর প্রস্তুতি নিচ্ছি
মৃত্যুর প্রস্তুতি, মৃত্যুর প্রস্তুতি
তবে, মরার বিষয়ে আমি কিছু মনে করি না
কিন্তু ক্রন্দনরত সন্তানদের ফেলে যাওয়াকে আমি ঘৃণা করি।

(২)

ধ্রুব বিষাদের মানুষ

আমি ধ্রুব বিষাদের এক মানুষ
আমি সবক'টা দিন সমস্যা দেখেছি
আমি কলোরাডো কে বিদায় বলবো
যেখানে আমি জন্মেছি আর আংশিক লালিত হয়েছি

এ বিশ্ব-চরাচরের মুক্ততার মধ্য দিয়ে আমি বন্ধনহীন ভাবে হেঁটে বেড়াই

বরফ এবং তুষারের মধ্য দিয়ে, তুষারপাত এবং বৃষ্টিপাতের মধ্য দিয়ে
আমি মুক্ত সকালের রেলপথ বেয়ে চলতে
হয়তো আমার মৃত্যু নেমে আসবে ঐ রেলগাড়ির ওপর

তোমার মা বলেন যে আমি এক অপিরিচিত
এই এক মুখ তুমি কখনও, কোনোদিনও দেখবে না
কিন্তু এই আমি তোমায় কথা দিলাম
তোমার সাথে দেখা হবে ঈশ্বরের সোনালী তটে

আমি কলোরাডোয় ফিরে যাচ্ছি
সেই জায়গায় যেখান থেকে আমি শুরু করেছিলাম
যদি জানতে পারতাম এমন দুর্ব্যবহার তুমি করবে
প্রিয়া, আমি কখনোই আসতাম না
--------------

আরও পড়ুন 
আধুনিক চিত্রশিল্পের ইতিহাস 
শ্যামল জানা 


 


Post a Comment

0 Comments