জ্বলদর্চি

২০২০ নোবেলবিজয়ী লুইজ গ্লাক-র কবিতা / সৌমেন শেখর


Nobel laureate (2020)  Louise Glück and her poems

২০২০ নোবেলবিজয়ী লুইজ গ্লাক-র কবিতা


অনুবাদ - সৌ মে ন  শে খ র


তিনি বহুপঠিত হতে চাননি। কয়েকজন মাত্র পাঠকের মধ্যেই থাকতে চেয়েছেন তিনি। আধুনিক আমেরিকান সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি লুইজ় গ্লিক। জন্ম ১৯৪৩ সালে। প্রচারের আলোয় ছিলেন না কখনওই। কিন্তু তাঁর কৃতির স্বীকৃতি সর্বদা যেন তাঁকে পিছু করেছে— তিনি পুলিৎজার পেয়েছেন, ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পেয়েছেন, ন্যাশনাল বুক ক্রিটিক সার্কেল অ্যাওয়ার্ড পেয়েছেন, ২০০৩-২০০৪ সময়কালে ছিলেন ইউএসএ-র পোয়েট লরিয়েট। ওবামা প্রশাসন গ্লিক-কে সম্মানিত করেছিল ন্যাশনাল হিউম্যানিটিজ় মেডল-এ। ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক এবং রাইটার-ইন-রেসিডেন্স গ্লিক এবার পেলেন ২০২০ সালের সাহিত্যে নোবেল পুরস্কার। গ্লিকের প্রথম কাব্যগ্রন্থ ফার্স্টবর্ন প্রকাশিত হয়েছিল ১৯৬৮ সালে। তাঁর সাম্প্রতিক তথা ত্রয়োদশ কাব্যগ্রন্থ ফেথফুল অ্যান্ড ভার্চুয়াস নাইট প্রকাশিত হয়েছে ২০১৪ সালে।



ভোর


অন্ধকারের মধ্যে জেগে উঠছে একটি শিশু 

আর চিৎকার করে বলছে, 'আমার হাঁসটি আমাকে ফেরত দাও '

তার আধো অস্ফুট উচ্চারণের ভাষা বুঝতে পারছে না কেউ। 

সেখানে কোনো হাঁস নেই শুধু একটি কুকুর সাদা বিছানার উপর 

শুধু কুকুরটিই থেকে যায় সেই দোলনার পাশে। 

বছরের পর বছর ধরে সময় পেরিয়ে যায় এভাবেই, স্বপ্নের ভেতর। 

কিন্তু কেউ জানে না হাঁসটি কোথায় এবং তার কী হল? 

                                  2 

তারা এইমাত্র পরিচিত হয়েছে একে অপরের সাথে 

এখন ঘুমোচ্ছে তারা, খোলা জানালার কাছে 
তাদের অর্ধেক জাগিয়ে তুলে বোঝাও এবং নিশ্চিত করো যে রাতের ঘটনা তাদের যা কিছু মনে আছে, সবই ঠিক। 

এখন আলো ঢুকে আসবে ঘরের ভেতর এবং মনে করিয়ে দেবে সমস্ত ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গ। 

বিছানা চাদর থেকে বেরিয়ে থাকা অর্ধেক মোজা আর আর সুবজ পাতার নকশা আঁকা লেপ। 

সকালের আলো শুধু এটুকুই দেখাবে, সীমানা বেঁধে দেবে নিজস্ব বিচরণ ক্ষেত্রের তারপর ধীরে ধীরে বোঝাবে সমস্ত প্রেক্ষাপট, ঠিক সেই ইংরেজি প্রবন্ধের মতো,

এতটাই সূক্ষ যে বিছানার চাদরে লেগে থাকা রক্তের দাগটুকুও বোঝা যাবে।



মা এবং সন্তান 


আমরা সবাই স্বপ্নচারী কিন্তু আমরা জানিনা আমরা কে! 
কিছু যন্ত্র আমাদের তৈরি করেছে, এই জগতের যন্ত্র, সংরক্ষিত পরিবার। 
এভাবে আমরা সমাজে থাকি নরম চাবুকের দ্বারা মসৃন। 

আমরা স্বপ্ন দেখি, আমরা ভুলে যাই। 
পরিবারের যন্ত্র ; কালো লোম আর মায়ের শরীরের ঘন অরণ্য। 
মায়ের যান্ত্রিকতা আর তার ভেতরের শাদা শহর। 

এবং তারও আগে, পৃথিবী, জল, পাথরের মাঝের মস, পাতার টুকরো এবং ঘাস। 

এবং তারও আগে কোষের ঘন অন্ধকার এবং অস্পষ্ট পৃথিবী 

ঠিক এই কারণেই তোমার জন্ম হয়েছিল, হ্যাঁ আমাকে চুপ করানোর জন্য 

এখন তোমার পালা, গুরুত্বপূর্ণ হয়ে ওঠার, সেরা উদাহরণ হয়ে ওঠার 

আমি উন্নত হয়েছি তবুও মনে রাখতে পারিনা 
এখন তোমার সময়, চালিত হওয়ার। 

একমাত্র তুমিও জানতে চাওয়ার দাবি জানাতে পারো, কেন আমি কষ্ট পাই, কেন আমি অজ্ঞ? 

অন্ধকার কোষের মধ্যে কিছু যন্ত্র আমাদের তৈরি করেছে 

এটা এখন তোমার অধিকার, বলার ও জানতে চাওয়ার। 

আমার জন্ম কী জন্য?  আমার জন্ম কী জন্য ? 


সমস্ত সন্ত'রা


এমনকি প্রাকৃতিক দৃশ্যগুলিও একাকার হচ্ছে 

আর অন্ধকার নামছে পাহাড়ে। ষাঁড়গুলি নীল জোয়াল কাঁধে ঘুমন্ত। 

মাঠ পরিষ্কার করে তুলে আনা বিড়াগুলি সুন্দর সাজানো রয়েছে রাস্তার পাশে আর পঞ্চমুখী পাতার ফাঁক দিয়ে উঠে আসছে দুধে দাঁতের চাঁদ। 

এটা সেই ফসল কাটার পরের বন্ধ্যাত্ব অথবা নির্বাক মহামারী। 

কৃষকের স্ত্রী জানালা দিয়ে ঝুঁকে বাড়িয়ে দিচ্ছে হাত যেন মিটিয়ে দিচ্ছে সমস্ত হিসেব  

দূরে স্বতন্ত্র সোনালী সব বীজ যেন ডাক পাঠাচ্ছে, 
"এখানে এসো ছোট্ট সোনা।"

এবং গাছেদের ভেতর থেকে ধীরে বেরিয়ে আসছে আত্মাগুলি।
---------------------------------------------
আরও পড়ুন। লিনকে ক্লিক করুন। 
২০২০ নোবেলবিজয়ী লুইজ গ্লাক 

Post a Comment

1 Comments

  1. সায়ক মানOctober 25, 2020 at 12:36 PM

    ভাল লাগে নি

    ReplyDelete